শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Donald Trump | ট্রাম্পের শপথগ্রহণে ভারতকে আমন্ত্রণ, প্রতিনিধি হিসেবে যাচ্ছেন জয়শংকর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে (Oath taking ceremony) উপস্থিত থাকবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। রবিবার বিদেশমন্ত্রকের (EAM) তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

সেই বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প এবং ভান্সের শপথগ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে জয়শংকরকে। তিনি ভারত সরকারের প্রতিনিধি হিসেবেই সেই অনুষ্ঠানে যোগ দেবেন। ট্রাম্পের সঙ্গেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন জেডি ভান্স। নতুন মার্কিন প্রশাসনের কার্যকাল শুরু হওয়ার আগে এই সফরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি নতুন মার্কিন প্রশাসনের কর্তাদের সঙ্গেও আলোচনা করবেন বিদেশমন্ত্রী। এছাড়াও তিনি শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন। আগামী ২০ জানুয়ারি আমেরিকার স্থানীয় সময় দুপুর ১২টায় শপথ নেবেন ট্রাম্প। বিশ্বের বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মাইলি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ আরও অনেকে রয়েছেন এই তালিকায়। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি আসতে না পারলেও প্রতিনিধি হিসেবে একজন উচ্চপদস্থ প্রতিনিধি পাঠাবেন।

ট্রাম্পের শপথগ্রহণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পাবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ডিসেম্বরের শেষে জয়শংকরের আমেরিকা সফর নিয়েও মোদিকে কটাক্ষ করেছিলেন বিজেপিরই রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তবে সমস্ত জল্পনা উড়িয়ে এবার ট্রাম্পের শপথগ্রহণে জয়শংকরের উপস্থিতির কথা জানাল বিদেশমন্ত্রক। তবে এবার ট্রাম্পের শাসনকালে ভারত ও আমেরিকার সম্পর্ক কেমন থাকবে, আপাতত সেই দিকেই নজর সকলের।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Pakistan | তিন দশক ধরে সন্ত্রাসবাদের মদত দিয়েছে ইসলামাবাদ, স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত ৩০ বছর ধরে জঙ্গিদের...

Indus Waters Treaty | সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করল ভারত, কী সমস্যায় পড়তে চলেছে পাকিস্তান?

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পহলগামে নিরীহ পর্যটকদের হত্যাকাণ্ডের পর...

Pakistan | ‘গোটাটাই পরিকল্পিত’, পহেলগাঁওয়ের হামলায় ভারতকেই দায়ী করে দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror...

Pakistan | পহেলগাঁওয়ের জঙ্গিরা ‘স্বাধীনতা সংগ্রামী’! পাক উপ প্রধানমন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে নিন্দার ঝড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror...