মোথাবাড়ি: নিরাপত্তা বাড়ানো হল মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের (Sabina Yeasmin)। আজ থেকে মন্ত্রীর নিরাপত্তার জন্য চারজন অস্ত্রধারী পুলিশ সহ একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর মোতায়েন করা হয়েছে। মালদায় (Malda) একের পর এক তৃণমূল (TMC) নেতাকে খুন ও খুনের হুমকির ঘটনার পরই প্রশাসনের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
২ জানুয়ারি মালদায় গুলি করে খুন করা হয় জেলা তৃণণূলের সহ সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার ওরফে বাবলাকে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূলেরই আরও এক নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। এরপর টাকা না দিলে গুলি করে খুন করার হুমকি দেওয়া হয় ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। একের পর এক এই ধরনের ঘটনা সামনে আসায় তৃণমূল নেতাদের নিরাপত্তায় কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ।