উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংবাদমাধ্যমের সামনে নিজেই অবসর নেওয়ার কথা বলেছিলেন সব্যসাচী চক্রবর্তী। কিন্তু এত সহজে পর্দার ফেলুদাকে বিদায় দিতে চায় না কেউই। তাই পরিচালক শুভজিৎ মিত্রর হাত ধরে বড়পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। কোন চরিত্রে ধরা দিতে চলেছে সব্যসাচী?
জানা গিয়েছে, শুভজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ ছবিতে হরবল্লভের চরিত্রে দেখা যাবে সব্যসাচীকে। দেবী চৌধুরানীকে নিয়ে ছবি তৈরি করছেন শুভ্রজিৎ। বিগ বাজেট এই ছবির প্রেক্ষাপট থেকে শুরু করে সমস্ত কাজই হচ্ছে মহাসমারোহেই। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। ছবির প্রধান চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। অন্যদিকে, ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এছাড়া ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় ও অর্জুন চক্রবর্তীকে।