মেলবোর্ন: ক্রিকেট তাঁকে বিশ্বের সব খ্যাতি দিয়েছে। এবার ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকারের মুকুটে আরও একটি পালক জুড়ল। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সাম্মানিক সদস্য হলেন মাস্টার ব্লাস্টার। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলার ফাঁকে শচীনকে এই সম্মান দেয় এমসিসি। এই প্রসঙ্গে এমসিসি-র তরফে বলা হয়েছে, ‘একজন আইকনকে সম্মানিত করা হল। প্রাক্তন ভারত অধিনায়ক শচীন তেন্ডুলকার সাম্মানিক সদস্যপদ গ্রহণ করায় এমসিসি গর্বিত। ক্রিকেটের প্রতি শচীনের অবদান অতুলনীয়। যারজন্যই আন্তর্জাতিক ক্রিকেটে একশো শতরানের মালিক শচীনকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে।’
Sachin Tendulkar | শচীনের মুকুটে নয়া পালক, এমসিসি-র বিশেষ সম্মান মাস্টার ব্লাস্টারকে
শেষ আপডেট: