মুম্বই: শচীন তেন্ডুলকারের অবসরই সম্ভবত ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম আবেগঘন মুহূর্ত। শেষ ম্যাচটি তিনি খেলেছিলেন ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার একটি অনুষ্ঠানে অংশ নেন শচীন, রবি শাস্ত্রী, রোহিত শর্মারা। সেই মঞ্চে বসেই স্মৃতির সরণিতে হাঁটলেন মাস্টার ব্লাস্টার। একযুগ পেরিয়েও শেষ টেস্টের কথা উঠলে আবেগে ভরে ওঠে মাস্টার ব্লাস্টারের গলা।
ওয়াংখেড়ের কথা বলতে গিয়ে শচীন বলেছেন, ‘আমার ৩০ বছরের ক্রিকেট জীবন। ২৪ বছর দেশের হয়ে খেলেছি। তবে এর মধ্যে একবারও আমার মা মাঠে এসে খেলা দেখেননি। আমি যখন আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচটা খেলতে নামি তখন মা বেশ অসুস্থও। সেইসব কথা মাথায় রেখেই ম্যাচটা ওয়াংখেড়েতে আয়োজন করার জন্য বিসিসিআইকে অনুরোধ জানাই। বোর্ড সেই অনুরোধ রেখেছিল।’ সেই ম্যাচের অনুভূতির কথা বলতে গিয়ে আবেগে ভরে আসে শচীনের গলা। বললেন, ‘অদ্ভুত অনুভূতি ছিল। সেদিন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলাম।’