মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের জীবনকৃতি পুরস্কার পেতে চলেছেন শচীন তেন্ডুলকার। ৩১তম প্রাপক হিসেবে এই পুরস্কার পাচ্ছেন মাস্টারব্লাস্টার। ভারতীয় ক্রিকেটে অবদানের সম্মানস্বরূপ ১৯৯৪ থেকে দেশের প্রথম টেস্ট অধিনায়ক কর্নেল সিকে নাইডু ট্রফি দেওয়া হয়। শচীন এবার সেই সম্মান পাচ্ছেন। শনিবার বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে ‘আধুনিক ডনে’র হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। খবরের সত্যতা স্বীকার করে নিয়ে বোর্ডের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘হ্যাঁ, ২০২৪-এর জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন শচীন তেন্ডুলকার।’
Sachin Tendulkar | ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদান, জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন শচীন
শেষ আপডেট: