উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভিনেশ ফোগট ইস্যুতে এবার সরব হলেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। তাঁর স্পষ্ট বক্তব্য ভিনেশ ফোগটের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে রুপো। তাঁর মতে, প্রতিটি খেলারই নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং তার নিয়মিত পর্যালোচনা না হওয়াতেই ফোগটের উপরে এই অন্যায় হয়েছে।
এই প্রসঙ্গে শচীন বলেন, “কেউ ডোপ করে প্রতিযোগিতায় নামলে তাঁর পদক ছিনিয়ে নেওয়া হয়। কিন্তু ভিনেশের ক্ষেত্রে তো তেমনটা হয়নি। সে নিজের দক্ষতায় ইতিহাস গড়ে সেরা কুস্তির ফাইনালে উঠেছিল। তাঁর রুপোর পদক ছিনিয়ে নেওয়াটা কখনওই যুক্তিযুক্ত নয়।” যদিও তিনি আশাবাদী, ন্যায়বিচার পাবেন ভিনেশ।
এদিকে, ভারতের তারকা ভিনেশ ফোগটের পদক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিষ্পত্তির জন্য গিয়েছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে। কী হবে তার উত্তর দেবে সময়।
একদিনে তিন প্রতিপক্ষকে ধরাশায়ী করে কুস্তিতে ৫০ কেজি বিভাগে ফাইনালে পৌঁছেছিলেন ভিনেশ ফোগাট। তাঁকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল দেশ। কিন্তু নির্দিষ্ট ওজনের থেকে ১০০ গ্রাম বেশি থাকায় ফানলা খেলতে দেওয়া হয়নি তাঁকে। তার ফলে তিনি ছিটকে যান সোনার লড়াই থেকে। ফাইনালে নামতে না পারলেও ভিনেশ ফোগট কিন্তু হৃদয় জিতে নিয়েছেন দেশের। তাঁর এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।