উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাঁচদিন পর মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সইফ আলি খান (Saif Ali Khan)। পরনে ছিল সাদা শার্ট, জিনস। বাঁ হাতের কব্জিতে বাঁধা ব্যান্ডেজ। ছোট করে কাটা চুল, কামানো দাড়ি। সোজা হেঁটে বাড়িতে ঢুকলেন তিনি। হাসিমুখে হাত নাড়লেন।
এদিন দুপুরে লীলাবতী হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন অভিনেতা। কড়া নিরাপত্তায় তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বুড়ো আঙুল তুলে অভিনেতা স্পষ্ট বুঝিয়ে দেন, তিনি একেবারে সুস্থ। তবে বাড়িতেও কড়া নজরদারিতে থাকতে হবে সইফকে। মানতে হবে সমস্ত নিয়ম। চিকিৎসকদের পরামর্শমতো চলতে হবে তাঁকে।

বান্দ্রায় একটি আবাসনে সইফ, তাঁর স্ত্রী তথা বলিউড (Bollywood) অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবং তাঁদের দুই সন্তান, তৈমুর ও জেহ-কে নিয়ে থাকেন। জানা গিয়েছে, ১৬ জানুয়ারি সইফের বাড়িতে ঢোকে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। সেইসময় পরিবারের সকলে ঘুমোচ্ছিলেন। আওয়াজ পেয়ে উঠে পড়েন সইফ। অভিনেতার সঙ্গে দুষ্কৃতীর হাতাহাতি হয় বলে অভিযোগ। এরপর ওই দুষ্কৃতী সইফকে ছয়বার ছুরিকাঘাত করে। জখম অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর দীর্ঘ অস্ত্রোপচার হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। এদিন হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।