উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৩ মে শনিবার কলকাতায় আসছেন বলিউডের সুলতান সলমন খান। ওই দিনই কলকাতায় শো রয়েছে তাঁর। কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে দেখা করবেন ভাইজান। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে এই কথা জানিয়েছেন। দেশ জুড়েই ভাই সোহেল খানের ব্যারা দাবাং ট্যুর করছেন সলমান। সেই ট্যুরের অংশ হিসেবেই ১৩ বছর পর কলকাতায় পা রাখছেন সলমন। ইস্টবেঙ্গল গ্রাউন্ডে শো রয়েছে তাঁর। সলমনের সঙ্গে ওই শো-তে থাকবেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, সোনাক্ষী সিনহারা।
সম্প্রতি একাধিক খুনের হুমকি মেলায় কড়া নিরাপত্তায় থাকেন সলমন। কলকাতাতেও তার সফরকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে সলমন আগেই জানিয়েছিলেন তাঁর কলকাতা শো-এর কথা। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি চূড়ান্ত হওয়ার পরই প্রকাশ্যে এসেছে। ওই দিন শোয়ের আগেই সলমনকে সময় দিয়েছেন মমতা। সলমনও বিষয়টি নিশ্চিত করেছেন।