Tuesday, July 2, 2024
Homeবিনোদনটাইগার থ্রি-র সাফল্যে দেশজুড়ে সিনেমা হল খুলবেন ভাইজান, মিলবে বিশেষ সুবিধে

টাইগার থ্রি-র সাফল্যে দেশজুড়ে সিনেমা হল খুলবেন ভাইজান, মিলবে বিশেষ সুবিধে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত দু’বছর টানা মন্দা। তবে ‘টাইগার ৩’-এর সাফল্যের মাধ্যমে সু’দিন ফিরল সলমন খানের। এবার সেই খুশিতেই নয়া ঘোষণা করলেন ভাইজান। শোনা যাচ্ছে, সারা ভারতজুড়ে সিনেমাহল খুলতে চলেছেন তিনি। তবে মাল্টিপ্লেক্সের মতো চড়া দাম দিয়ে টিকিট কাটতে হবে না সলমনের হলে, সেখানে রয়েছে অন্য সুবিধাও।

এর আগেও মাল্টিপ্লেক্সের টিকিটের দাম নিয়ে তিনি সরব হয়েছেন। চড়া দামে যে সাধারণ মানুষ সিনেমা দেখতে আসতে পারছেন না, তা নিয়ে একাধিকবার মুখ খুলেছেন ‘ভাইজান’। তবে এবার, সিনেমাহল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন সলমন খান। তবে এই পরিকল্পনা নতুন নয়। এর আগেও পরিকল্পনা করেছিলেন সিনেমা হলের ব্যবসা করার। তবে মাঝে কোভিডের কারণে সব পিছিয়ে দিতে বাধ্য হন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন জানিয়েছেন, সলমন টকিজ নাম দিয়ে একটি প্রেক্ষাগৃহের ব্যবসা করার পরিকল্পনা রয়েছে তাঁর। মুম্বই ও দেশের অন্য বড় শহর ছাড়াও ছোট শহর, এমনকি পিছিয়ে পড়া অঞ্চলেও খোলা হবে সলমনের হল। করমুক্ত টিকিট মিলবে এখানে। স্বাভাবিকভাবেই যেখানে অন্যান্য মাল্টিপ্লেক্সের তুলনায় অনেকটা কম দামে সিনেমা দেখতে পাবেন অনুরাগীরা। বাচ্চা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে মিলবে টিকিট। তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। আসলে এটা বাস্তবায়নে অনেকটা সময় দরকার। জমি, নির্মাণকাজ, লোক নিয়োগ সব মিলিয়ে বিরাট কর্মযজ্ঞ। তবে সব ঠিকঠাক থাকলে আগামী বছরই কাজ শুরু করব। ধীরে ধীরে শুরু করব। তবে করবই, এই বিষয়ে নিশ্চিত।‘

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Rahul Gandhi | লোকসভায় রাহুলের ভাষণে কাঁচি, স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রাগার  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কাচিঁ পড়ল লোকসভায় রাহুল গান্ধির বক্তব্যের একটা বড় অংশ। রাগার বক্তব্যের অংশ বাদ দিয়ে দিয়েছেন স্পিকার ওম বিড়লা। স্পিকারের সিদ্ধান্তের...

Assault Case | ফুলবাড়ি কাণ্ডে রাজনীতির রং! থানা ঘেরাও বিজেপির, নির্যাতিতার বাড়িতে সিপিএম

0
শিলিগুড়ি: ফুলবাড়িতে বধূ নির্যাতনের ঘটনায় (Fulbari Assault Case) লাগল রাজনীতির রং। মঙ্গলবার দুপুরে এই ঘটনার প্রতিবাদে নিউ জলপাইগুড়ি থানার (NJP Police Station) সামনে বিক্ষোভ...

Kaliaganj | ফুটপাথ জুড়ে বেআইনি দোকান, অভিযানে নামল কালিয়াগঞ্জ পুরসভা

0
কালিয়াগঞ্জ: রাজ্যের বিভিন্ন পুরসভার পাশাপাশি মঙ্গলবার ফুটপাথ দখলমুক্ত করতে পথে নামল কালিয়াগঞ্জ পুরসভা। তবে গায়ের জোরে নয়, ব্যবসায়ীদের অনুরোধ করা হল ফুটপাথ দখলমুক্ত করার...

Electricity Service | বেহাল বিদ্যুৎ পরিষেবা, আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির 

0
মেটেলি: এলাকাবাসীর কাছ থেকে বিদ্যুৎ বিলের টাকা সঠিক সময়ে নিলেও পরিষেবা দিতে পারছে না বিদ্যুৎ বণ্টন কোম্পানি। পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে বিদ্যুৎ বণ্টন...

Lava-Lolegaon | লাভা-লোলেগাঁও যেতে চান? জানেন কী রাস্তার সাম্প্রতিক আপডেট?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিগত কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত লাভা-লোলেগাঁওগামী (Lava-Lolegaon) সড়কও। ক্ষতিগ্রস্ত হয়েছে লাভা থেকে গুম্বা দারা, নক...

Most Popular