উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan)। এবার নতুন আরেক সমস্যায় জড়ালেন তিনি। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) অবমাননার অভিযোগ উঠেছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর (The Great Indian Kapil Show) বিরুদ্ধে। জানা গিয়েছে, সলমনের প্রযোজনা সংস্থার সঙ্গে জড়িত এই শো।
এই নিয়ে একটি ভাইজানের সংস্থাকে একটি আইনি নোটিশ (Legal Notice) পাঠিয়েছে বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশন। এরপরই মুখ খুলেছে সলমন খানের টিম। এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, ‘তিনি বা তাঁর প্রযোজনা সংস্থা আর এই শো-টির সঙ্গে যুক্ত নন।’ আগে এই শো-টি সলমনের প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হত। কিন্তু বর্তমানে তা একটি ওটিটি প্ল্যাটফর্মের অধীনে রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি কপিল শর্মার শো-তে অভিনেত্রী কাজল এসেছিলেন। তিনি বঙ্গসন্তান হওয়ায় শো-এর অন্যতম কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক যদি তোর ডাক শুনে কেউ না আসে’ এই রবীন্দ্রসংগীতটির ব্যঙ্গ করেন। তা দেখে প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছিলেন কবি শ্রীজাত। তাঁকে সমর্থন জানিয়েছিলেন পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগপ্ত সহ বাংলার অনেকে। এমনকি তাঁর দাবিগুলি বিবেচিত না হলে কপিল শর্মার শো-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেখিয়েছিলেন শ্রীজাত। যদিও তিনি এখনও পর্যন্ত কোনও আইনি পদক্ষেপ করেননি বলেই জানিয়েছেন।