উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিজের গানের প্রচারের আশায় প্রাণনাশের (Death threat) হুমকি দিয়েছিলেন বলিউড অভিনেতা সলমন খানকে (Salman Khan)। এবার সেই অভিযোগে গ্রেপ্তার হলেন সলমনেরই আসন্ন ছবির গীতিকার (Lyricist arrested)। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে সলমনকে হুমকি দিয়েছিলেন ২৪ বছর বয়সি ওই গীতিকার সোহেল পাশা (Sohail Pasha)। এমনকি ধরা না পড়ার আশায় সলমনের পাশাপাশি নিজেই নিজেকে হুমকিবার্তা পাঠিয়েছিলেন। কিন্তু তাতেও কোনও লাভ হল না। মঙ্গলবার সোহেলকে কর্ণাটকের রাইচুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ৭ নভেম্বর মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে নম্বরে একটি হুমকিবার্তা আসে। তাতে বলা হয়, পাঁচ কোটি টাকা দিতে হবে নাহলে সলমন এবং তাঁর আসন্ন ছবির ‘ম্যায় সিকন্দর হুঁ’ গানটির গীতিকার সোহেল পাশাকে খুন করা হবে। হুমকিবার্তায় বলা হয়, ‘গীতিকারের অবস্থা এমন করা হবে যে তিনি আর গান লিখতে পারবেন না। সলমন খানের যদি সাহস থাকে তবে তিনি তাঁকে ও নিজেকে বাঁচান।’ এরপরই তদন্তে নামে মুম্বই পুলিশ। অবশেষে জানা যায়, এই হুমকিবার্তা পাঠিয়েছিলেন সোহেল নিজেই। পুলিশ জিজ্ঞাসাবাদের পর জানতে পেরেছে, নিজের লেখা গানটির প্রচারের জন্য এবং নিজেও রাতারাতি বিখ্যাত হয়ে ওঠার জন্য এই কাজটি করেছিলেন সোহেল।
জানা গিয়েছে, ফোন নম্বর ট্র্যাক করেই কর্ণাটকের উদ্দেশে রওনা দেয় পুলিশের একটি দল। কিন্তু সেখানে পৌঁছে জানা যায় অন্য একজনের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে হুমকিবার্তাটি পাঠিয়েছে সোহেল। এরপরই পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত ওই গীতিকার। তাঁকে মুম্বইতে নিয়ে এসে আদালতে হাজির করা হয়। সেখানে তাঁকে দুদিনের জন্য পুলিশি হেপাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সলমন খান। মাস কয়েক আগে তাঁর বাড়ির বাইরেও গুলি চালানোরও অভিযোগ রয়েছে বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। সম্প্রতি দশেরার দিন মহারাষ্ট্রে খুন হয়েছেন সলমন ঘনিষ্ঠ এনসিপি নেতা বাবা সিদ্দিকি। সেই ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। এই ঘটনার পর থেকেই একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। এরপরই ভাইজানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সর্বক্ষণ নিরাপত্তার বেড়াজালে থাকতে হচ্ছে তাঁকে।