উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়না যিনি তাঁর ইউটিউব শো ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’-এর জন্য বিশেষভাবে পরিচিত তাঁর ফ্যানদের মধ্যে। সম্প্রতি তিনি নিজের এক ভক্তের কাছ থেকে এমন এক উপহার পেয়েছেন যেটি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন তিনি। কিন্তু কী সেই উপহার যা পেয়ে এত আবেগপ্রবণ হয়ে পড়েছেন সময়? বিশ্ববিখ্যাত র্যাপ গায়ক এমিনেম-এর সই করা টি-শার্ট এবং টুপি! হ্যাঁ এই অমুল্য উপহার পেয়েই আবেগে ভাসছেন সময়। একটি ভিডিও পডকাস্টে সেই ভক্তের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, সময় এবং তাঁর বন্ধু বলরাজ (যে নিজেও ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’-এর সঙ্গে যুক্ত) একজন ফ্যানের দেওয়া একটি উপহার নিয়ে আলোচনা করছেন। তখনই সেই উপহারটি সম্বন্ধে বলরাজ জানান যে, গতকাল শো দেখতে আসা একজন দর্শক,যিনি কর্মসূত্রে একজন পাইলট, এই উপহারটি তাঁকে দিয়ে বলেন যে, সে যেন সময়কে এটা দিয়ে দেয়। সে আরও জানায়, এই উপহারটি খুবই মূল্যবান এবং এটি জোগাড় করতে তাঁকে অনেক কষ্ট করতে হয়েছে। এই উপহারটি যেন সময়কেই দেওয়া হয়।
স্বাভাবিকভাবেই এই উপহারটি পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সময়। এমিনেম-এর সই করা সেই টি-শার্ট এবং টুপি ক্যামেরায় দেখিয়ে তিনি জানান তাঁর নিজের ভাগ্যের ওপর বিশ্বাস হচ্ছেনা।উচ্ছাসের সঙ্গে তিনি বলেন, “আমি এখনই এমনেম-এর সই করা জিনিস পেলাম।”
ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর এই ভিডিওর প্রেক্ষিতেই বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে নেটিজেনদের। কেউ লিখেছেন, “একই সঙ্গে খুশি এবং হিংসাও হচ্ছে। আশা করি আমিও একদিন এমন সুযোগ পাব।” অন্য একজনের বক্তব্য, “তুমি খুবই ভাগ্যবান।” এভাবেই সময়ের এই ভিডিওকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ভক্তরা।