Top News

Sand Smuggling in Kaliaganj | অবাধে বালি তুলে নদীর দফারফা, আতঙ্কে স্থানীয়রা

কালিয়াগঞ্জ: ভরা নদীর বুকে নৌকার বদলে ট্রাক্টর! এমন ছবি কস্মিনকালেও দেখেনি কালিয়াগঞ্জের (Kaliaganj) বাসিন্দারা। কিন্তু, এবছর বালি মাফিয়াদের কল্যাণে এমন দৃশ্যের সাক্ষী থাকতে হচ্ছে স্থানীয়দের। রাধিকাপুর অঞ্চলের ফরিদপুর এলাকায় জলে ভরা মাঝ নদীতে দাঁড়িয়ে আছে একাধিক ট্রাক্টর। চলছে বেআইনি ভাবে বালি তোলার কাজ। মাফিয়াদের হুমকির ভয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন এলাকাবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াগঞ্জের পুর এলাকায় সরকারি ঘরের কিস্তির টাকা ঢুকতেই শহরে বেড়েছে বালির চাদিহা। চড়া দামে বাইরের বালি কেনার সামর্থ্য অনেকের না থাকার কারণে বাধ্য হয়েই লোকাল বালির দিকেই ঝুঁকছেন খরিদ্দারদের একাংশ৷ এরই সুযোগ নিতে মাঠে নেমে পড়েছেন বালি মাফিয়ারা। বাড়িয়েছেন লোকাল বালির দামও। এখন ২ হাজার  থেকে ৩ হাজার টাকা ট্রলিতে বিকোচ্ছে টাঙ্গন নদীর বালি৷

সম্প্রতি ব্লক ভূমি দপ্তরের পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধানের জন্য বেশ কয়েকজন বালি মাফিয়াদের বিরুদ্ধে লিখিতভাবে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ জানান হয়েছিল। কিন্তু তারপর কতটা পদক্ষেপ নেওয়া হয়েছে থানার তরফে জানতে চাওয়া হলে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় জানান, ‘আমিও মৌখিক অভিযোগ পেয়েছি। আজ সকালেও পুলিশ পাঠিয়েছিলাম ফরিদপুরের শিবকালি এলাকায়। কিন্তু, সে সময় কিছুই পাওয়া যায় নি।’ অন্যদিকে, কালিয়াগঞ্জের বিএলআরও সুমন তামাং ছুটিতে থাকায় ওনার সঙ্গে যোগাযোগ করা যায় নি। পাশাপাশি রায়গঞ্জ মহকুমা ভূমি দপ্তরের আধিকারিক শিবপ্রসাদ দাস বলেন,  ‘আমি এখুনি কালিয়াগঞ্জের স্থানীয় ভূমি দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করছি।’

তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগের সুরে জানান, ‘রাজনৈতিক নেতা ও প্রশাসনের একাংশের মদতে বালি মাফিয়ারা এসব কাজ করছে।’

 

 

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

দুর্নীতিতে আলোর খোঁজে নয়া প্রজন্ম

চিরদীপা বিশ্বাস  রাত প্রায় এগারোটা, হস্টেলের রুমে আলোচনায় নিমগ্ন তিনটি ছেলে। বয়স তাদের একুশ-বাইশের এপাশ-ওপাশ।…

5 mins ago

অদ্ভুত আঁধার এসেছে পৃথিবীতে আজ

  কৌশিক দত্ত গল্পটা মালবাজারের একটি স্কুলের। বছর দশেকের এক ছাত্রকে বাবা-মা নিয়ে এলেন এক…

18 mins ago

NEET-UG Paper Leak Case | নিট প্রশ্নফাঁসকাণ্ডে বড় সাফল্য, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার মূল চক্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির প্রশ্নফাঁসকাণ্ডে (NEET-UG Paper Leak Case) বড় সাফল্য।…

50 mins ago

Chopra | চোপড়ায় পৌঁছোল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির প্রতিনিধিরা

চোপড়া: বৃহস্পতিবার সকালেই চোপড়ার(Chopra) লক্ষ্মীপুরে এসে পৌঁছোল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির(National Human Rights Committee) প্রতিনিধি…

1 hour ago

Chhattisgarh | ছত্তিশগড়ের জঙ্গলে ভয়াবহ এনকাউন্টার, মৃত অন্তত ৫ মাওবাদী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ছত্তিশগড়ে (Chhattisgarh) জঙ্গলে মাওবাদী ও নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ। মঙ্গলবার রাতের গুলির…

1 hour ago

Mukul Roy | ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম মুকুল রায়, ভর্তি হাসপাতালে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে গুরতর জখম হলেন মুকুল রায় (Mukul Roy)।…

2 hours ago

This website uses cookies.