শিবশংকর সূত্রধর, কোচবিহার: কোচবিহার ট্রফির (Cooch Behar Trophy) খেলা কোচবিহারে (Cooch Behar) হওয়া উচিত। জেলায় এসে কোচবিহার ট্রফির পক্ষে জোর সওয়াল করলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল (Sandeep Patil)। কোচবিহার থেকে দক্ষ ক্রিকেটার তুলে আনার জন্য প্রয়োজনে তিনি ও তাঁর অধীনে থাকা কোচরা এখানে এসে বিশেষ প্রশিক্ষণ দেবেন বলেও এদিন তিনি প্রস্তাব দিয়েছেন। জেলা ক্রীড়া সংস্থার ৭৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে বুধবার কোচবিহারে এসেছিলেন এই ক্রিকেটার। এদিন তাঁকে নিয়ে শহরে হুডখোলা গাড়িতে একটি শোভাযাত্রা করা হয়। তারকা ক্রিকেটারকে কাছে পেয়ে খুদে ক্রিকেটারদের কেউ কেউ জার্সিতে আবার কেউ ব্যাটে অটোগ্রাফ নিয়েছে। কোচবিহারে ভালো পরিবেশ থাকলেও পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার সমস্যা যে রয়েছে তাও স্পষ্টই জানিয়েছেন সন্দীপ।
তিনি এদিন বলেছেন, ‘ভারতের ক্রিকেটে কোচবিহারের মহারাজাদের বড় ভূমিকা রয়েছে। কোচবিহার ট্রফি একটি অনেক বড় মাপের খেলা, যেখানে শচীন তেন্ডুলকার থেকে শুরু করে প্রচুর নামী ক্রিকেটার খেলেছেন। আমি চাই এই ট্রফির ম্যাচ কোচবিহারেও হোক। তবে এখানকার পরিকাঠামোর সমস্যা রয়েছে। বিসিসিআইয়ের এগুলি দেখা উচিত।’
এদিন মঞ্চে ভাষণ দিতে গিয়ে সন্দীপ বলেছেন, ‘আমি পাঁচ বছরের জন্য কলকাতায় থেকে ক্রিকেটের প্রশিক্ষণ সংক্রান্ত কাজ করছি। কোচবিহারের কর্মকর্তারা যাঁরা রয়েছেন তাঁরা চাইলে আমি বা আমার দলের কোচেরা এসে এখানে প্রশিক্ষণ দিতে পারব। সেখান থেকে প্রতিভা উঠে আসবে।’ সন্দীপের ওই প্রস্তাবের পরেই হাততালিতে ফেটে পড়েন ক্রিকেটাররা। পরে জেলা ক্রীড়া সংস্থার সচিব সুব্রত দত্ত বলেছেন, ‘উনি খুব ভালো একটি প্রস্তাব দিয়েছেন। সিএবি’র কাছ থেকে অনুমতি দিয়ে আমরা বিষয়টি নিয়ে এগোব।’
সম্প্রতি অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফি টেস্ট সিরিজে ভারত হেরে গিয়েছে। তার কিছুদিন আগে নিজের দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। এরপরই নানা জায়গায় বিরাট কোহলি, রোহিত শর্মার অবসর নিয়ে চর্চা শুরু হতে থাকে। কিন্তু সেই ঘটনায় বিরাটদের পাশেই থাকলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআইয়ের প্রাক্তন নির্বাচক সন্দীপ পাতিল। তাঁর কথায়, ‘শচীন তেন্ডুলকারের মতো ক্রিকেটারেরও ফর্ম খারাপ হয়েছিল। খেলায় কেউ জিতবে, কেউ হারবে। তাই বলে ফর্ম খারাপের জন্য অবসর নিতে হবে সেটা ঠিক নয়। পারফরমেন্স এখন খারাপ হয়েছে, আগামীতে নিশ্চয়ই ভালো হবে।’ টি২০’র বাড়বাড়ন্তেই কি ভারতীয় ক্রিকেট দলের টেস্ট সিরিজের ফল খারাপ হচ্ছে? এই প্রশ্নের জবাবে সন্দীপ বলেছেন, ‘যুগ বদলাচ্ছে। তার সঙ্গে মিলিয়েই খেলতে হবে।’
বুধবার কোচবিহার স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সন্দীপের পাশাপাশি পুরসভার চেয়ারম্যান তথা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) সৌমেন দত্ত সহ অনেকেই উপস্থিত ছিলেন।