উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme court) দ্বারস্থ হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। তাঁর দাবি, কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার আগে শুনানিতে তাঁর কোনও বক্তব্য শুনতে চায়নি। অথচ তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে অযথা দুর্নীতি কাণ্ডকে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ তাঁর। ৬ সেপ্টেম্বর শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ উঠেছে। গত ৯ অগাস্ট আরজি করে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর নতুন করে সেইসব অভিযোগ সামনে আসে। ঘটনার দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেও বিতর্ক কিছু ছাড়েনি সন্দীপ ঘোষের। নতুন করে তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। এবার সুপ্রিম কোর্টের কাছে করা আবেদনে সন্দীপ ঘোষ দাবি করেন, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আগে তার কোনও কথা শোনা হয়নি।
প্রসঙ্গত, টানা ১৫ দিন ধরে জিজ্ঞাসাবাদ করার পর কত সোমবার গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘনিষ্ঠ আরও তিন ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে সিবিআই। বর্তমানে সিবিআই হেপাজতে রয়েছেন তাঁরা।