তুফানগঞ্জ: করোনা সংক্রমণ রুখতে ও এলাকাবাসীকে সচেতন করতে উদ্যোগী হল তুফানগঞ্জ বাজার উন্নয়ন কমিটি। শনিবার দুপুরে কমিটির পক্ষ থেকে তুফানগঞ্জের রানীরহাট বাজারের বিভিন্ন এলাকা সহ বাজার রোড, ভাওয়াল মোড়, আদি কালীবাড়ি রোড, মদন মোহন মন্দির প্রাঙ্গণ স্যানিটাইজ করা হয়। এদিন তুফানগঞ্জ শহরের বোথরা মোড়ে কর্মসূচির সূচনা করেন তুফানগঞ্জ পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ার পার্সন ইন্দ্রজিৎ ধর। তুফানগঞ্জ বাজার উন্নয়ন কমিটির কনভেনার সুকান্ত সাহা জানান, এদিন মাস্কহীন ব্যক্তিদের মধ্যে ৫০০ মাস্কও বিলি করা হয়েছে। একদিন পরপর এই কর্মসূচি চলবে। আগামী সোমবার মহকুমা শাসকের কার্যালয় চত্বর থেকে থানা মোড় অবধি স্যানিটাইজ করা হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির সভাপতি কৃষ্ণ দাস, সম্পাদক তপন পাল, কোষাধ্যক্ষ মানিক ফলোদিয়া সহ অন্যান্যরা।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial