উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের (Sanjay Dutt) ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয়নি। কখনও নারীঘটিত কারণে, আবার কখনও জঙ্গিযোগ, মাদকদ্রব্যের জন্যে বিতর্কে জড়িয়েছেন তিনি। জেলও খাটতে হয়েছে তাঁকে। এমনকি বলিউডে তাঁর বায়োপিক (Biopic) পর্যন্ত তৈরি হয়েছে। বর্তমানে তৃতীয় স্ত্রী মান্যতা দত্তের সঙ্গে সংসার করছেন অভিনেতা। তবে একটা সময়ে রসিকতার ছলেই বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে (Deepika Padukone) বিয়ের ইচ্ছেপ্রকাশ করেছিলেন তিনি। যার জেরে বিতর্কের মুখে পড়তে হয়েছিল সঞ্জয়কে। কিন্তু ঠিক কী বলেছিলেন অভিনেতা?
এক সাক্ষাৎকারে সঞ্জয়কে প্রশ্ন করা হয়েছিল, ‘খল নায়ক’ ছবির বিখ্যাত ‘চোলি কে পিছে’ গানে মাধুরীর (Madhuri Dixit) পরিবর্তে কাকে দেখতে চান? উত্তরে তিনি দীপিকাকে দেখতে চান বলে জানিয়েছিলেন। শুধু তাই নয়, এরপরই বেফাঁস মন্তব্যটি করে বসেন সঞ্জুবাবা। তিনি বলেছিলেন, ‘আমার বয়স আরেকটু কম হলে দীপিকাই আমার চতুর্থ স্ত্রী হতেন।’ তাঁর এই সাক্ষাৎকারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সঞ্জয় কথাটি মজা করে বললেও তা ভালোভাবে নেয়নি নেটপাড়া। বরং তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন সঞ্জয়।
উল্লেখ্য, জীবনে তিনবার বিয়ে করেছেন সঞ্জয় দত্ত। তাঁর প্রথম স্ত্রী রিচা শর্মা। তবে ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর ১৯৯৮ সালে বিমানসেবিকা রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয়। কিন্তু সেই বিয়ে টেকেনি তাঁর। ২০০৮ সালে ডিভোর্স হয় তাঁদের। এরপর সেই বছরই মান্যতার সঙ্গে বিয়ে হয়েছিল সঞ্জয়ের। তাঁদের দুই ছেলে-মেয়েও রয়েছে।