Tuesday, June 6, 2023
HomeTop Newsসেনার লাশের উপর উনিশের ভোট লড়েছিল বিজেপি, কেন্দ্রকে তোপ সত্যপালের

সেনার লাশের উপর উনিশের ভোট লড়েছিল বিজেপি, কেন্দ্রকে তোপ সত্যপালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের কেন্দ্র সরকারকে নিশানা করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন ৪০ জওয়ান। এবার সেই ঘটনা নিয়ে সত্যপাল বলেছেন, ২০১৯-এর লোকসভা ভোট হয়েছিল সেনার লাশের উপর। ঘটনার তদন্ত হলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ইস্তফা দিতে হত।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলা চালায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় একাধিক গাড়ি। জওয়ানদের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রাস্তায়। ঠিক সেই দিনই উত্তরাখণ্ডের একটি জাতীয় উদ্যানে একটি তথ্যচিত্রের শুটিংয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সত্যপালের দাবি, শুটিং থেকে বেরিয়ে একটি ধাবা থেকে তাঁকে ফোন করেন প্রধানমন্ত্রী। গোটা ঘটনা তাঁকে আমি বলি। সেসব শুনে প্রধানমন্ত্রী বলেন পুরোটা চেপে যেতে।

তিনি প্রধানমন্ত্রীকে বলেছিলেন, ‘ঘটনার জন্য পুরোপুরি প্রশাসন দায়ী। সেনাদের ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। জায়গাটি ঝুঁকিপূর্ণ বলেই বিমান চাওয়া হয়েছিল সেনাদের নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বিমান দেওয়া হয়নি।‘ যদিও পুলওয়ামার ঘটনা নিয়ে সত্যপালের বিস্ফোরক মন্তব্যের কোনও জবাব কেন্দ্রীয় সরকার এবং বিজেপির তরফে দেওয়া হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments