রিয়াধ: গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নতুন কোচ স্টেফানো পিওলির অধীনে প্রথম ম্যাচেই সহজ জয় পেল আল নাসের। শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল ইত্তিফাককে ৩-০ গোলে হারাল রোনাল্ডোর আল নাসের।
সৌদি সুপার কাপের ফাইনালে আল হিলালের কাছে হার। ঘরোয়া লিগে ধারাবাহিকতার অভাব। এরপর গত সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট। তারপরই ব্যর্থতার দায় কাঁধে চাপিয়ে পর্তুগিজ কোচ লুই কাস্ত্রোকে ছাঁটাই করে আল নাসের। তড়িঘড়ি এসি মিলানকে সিরি এ চ্যাম্পিয়ন করা স্টেফানো পিওলিকে নিয়োগ করে রিয়াধের ক্লাবটি। ইতালিয়ান কোচের প্রশিক্ষণে প্রথম ম্যাচেই মসৃণ জয় এল।
ম্যাচের ৩৩ মিনিটে লিড নেয় আল নাসের। পেনাল্টি থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন সালেম আল নাজদি (৫৬ মিনিট) ও তালিস্কা (৭০ মিনিট)। এদিকে, শুক্রবার ইত্তিফাকের বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গে ক্লাব এবং দেশের জার্সি মিলিয়ে ৯০২টি গোল হয়ে গেল সিআর সেভেনের। কিছুদিন আগে ৯০০ গোলের রেকর্ড গড়ার পর ১০০০ গোলের লক্ষ্যের কথা জানিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। সেই পথে আরও একধাপ এগিয়ে গেলেন রোনাল্ডো।