উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) ১ টাকায় জমির লিজ দিয়েছিল। সেই লিজের জমি নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের (Calcutta High Court) পর্যবেক্ষণ, ফিল্ম সিটির জমি বাজেয়াপ্ত করে কীভাবে সেই জমি ১ টাকার বিনিময়ে দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে?
পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) চন্দ্রকোনা। এখানে ফিল্ম সিটি করার জন্য অনেক আগে ৭৫০ একর জমি প্রয়াগ গ্রুপকে দিয়েছিল রাজ্য সরকার। পরবর্তীতে এই সংস্থার নাম জড়ায় চিটফান্ডে। প্রয়াগ গ্রুপের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সেই ৭৫০ একর জমি থেকে সৌরভকে কারখানা করার জন্য জমি দিয়েছিল রাজ্য সরকার। অধিনায়ককে জমি দিতেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। সেই শুনানিতে দুই বিচারপতি বলেন, ‘রাজ্যের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কী চুক্তি হয়েছে, তাতে হস্তক্ষেপ করবে না উচ্চ আদালত। কিন্তু এই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করানোটা বাধ্যতামূলক। সেবি-র (SEBI) হস্তক্ষেপে ভ্যালুয়েশনের যাবতীয় কাজ হবে।’
এখানেই না থেমে বিচারপতিদ্বয় আরও বলেন, ‘ভ্যালুয়েশন হয়ে গেলে ওই সম্পত্তি নিলাম করবে রাজ্য। সেই নিলামে যদি সৌরভ কিংবা তাঁর সংস্থা প্রয়োজনীয় দাম দেয়, তবেই তিনি সম্পত্তির অধিকার পাবেন। নচেৎ নয়।’ সুতরাং সবমিলিয়ে এটাই বলা যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১ টাকায় জমি পাওয়া এখন বিশ বাঁও জলে। যদিও আদালতের এই বক্তব্যের পর প্রকাশ্যে ‘অধিনায়ক’ এখনও পর্যন্ত কিছুই বলেননি।