নয়াদিল্লি: ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক এবার পৌঁছোল সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গে এই ছবি ইতিমধ্যে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবার কেরল হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে শীর্ষ আদালতে। ১৫ মে মামলার শুনানি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চে হবে আবেদনের শুনানি। মামলাকারীর তরফে কপিল সিবল জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন।
প্রসঙ্গত, ৫ মে দেশের সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে মুক্তি পেয়েছে এই ছবি। ছবি নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। ছবির বিরুদ্ধে মামলা হলেও কেরল হাইকোর্ট ছবির মুক্তিতে কোনও স্থগিতাদেশ দেয়নি। আদালতের তরফে বলা হয়, ছবিটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত বলে উল্লেখ করা হয়েছে। সেন্সর বোর্ডও এই ছবিতে ছাড়পত্র দিয়েছে, সে কথাও উল্লেখ করেছে হাইকোর্ট। ছবির ট্রেলার দেখার পর তাতে কোনও সম্প্রদায়কে আঘাত করার কোনও উদাহরণ খুঁজে পায়নি আদালত। কিন্তু কেরল হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় শীর্ষ আদালতে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও এই ছবি নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রশ্ন তুলেছেন বিরোধীরা।