উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যৌনতা নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে বর্তমানে জনরোষের মুখে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। দেশের একাধিক রাজ্যে তাঁর বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে এফআইআর। নিজের মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। মাঝে কিছুদিন সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি। তবে শনিবার একটি বিবৃতি দিয়েছেন রণবীর। ইউটিউবার জানিয়েছেন, ক্রমাগত প্রাণনাশের হুমকি (Death threats) পাচ্ছেন তিনি। এমনকি তাঁর মায়ের চিকিৎসাকেন্দ্রেও কয়েকজন রোগীর ছদ্মবেশে হামলা চালানোর চেষ্টা করেছে বলে জানান তিনি। এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত তিনি।
শনিবার ইনস্টাগ্রাম এক পোষ্টে (Instagram post) রণবীর লেখেন, ‘আমি ও আমার সহযোগী দল পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করে চলেছি। আমি সমস্ত নিয়ম-কানুন মেনে চলব এবং সমস্ত কর্তৃপক্ষের জন্যই উপলব্ধ থাকব।’ এরপর ফের একবার ক্ষমা চেয়ে তিনি লেখেন, ‘বাবা-মা সম্পর্কে আমার করা মন্তব্য খুবই অসংবেদনশীল ও অসম্মানজনক ছিল। একজন ভালো মানুষ হয়ে ওঠা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি সত্যিই ক্ষমাপ্রার্থী।’
ইউটিউবার আরও লেখেন, ‘একের পর এক খুনের হুমকি এসেই চলেছে আমার কাছে। এমনকি আমার পরিবারের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে। আমার মায়ের চিকিৎসাকেন্দ্রে আমার মায়ের চিকিৎসাকেন্দ্রে কয়েকজন রোগীর ছদ্মবেশে ঢুকে হামলা চালানোর চেষ্টা করেছে। আমার ভয় করছে এবং বুঝতে পারছি না কী করা উচিত। কিন্তু আমি পালিয়ে যাব না। পুলিশ ও ভারতের আইনের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে।’
View this post on Instagram
প্রসঙ্গত, সম্প্রতি সময় রায়নার ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’ শো-টির এক পর্বে রণবীর এক প্রতিযোগীকে বলেছেন, ‘আপনি কি আপনার মা-বাবার যৌনতা দেখবেন, নাকি সেই যৌনখেলায় অংশ নিয়ে চিরতরে সেটা বন্ধ করবেন?’ রণবীরের এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই হতবাক হন প্রতিযোগী। তবে রণবীরের পাশে বসে থাকা, সময় রায়না, আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মাখিজা হেসে গড়িয়ে পড়েন। এই পর্বের ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদ শুরু হয় দেশজুড়ে।