রাঙ্গালিবাজনা: রাস্তার কাজের সূচনা করেছিলেন তৃণমূলের নেতারা। কয়েক মিনিট পরই সে কাজ বন্ধও করে দিলেন দলেরই কয়েকজন নেতা-কর্মী। তাদের পাশে দাঁড়ান বিজেপির নেতা কর্মীরা। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার দক্ষিণ খয়েরবাড়িতে ওই ঘটনা ঘটে। ঘটনাস্থলে যান পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রশিদুল আলম। তৃণমূল কর্মীরাই তাঁকে জানান, শিডিউল ছাড়া কাজ করতে দেওয়া হবে না।
মুজনাই সেতু থেকে মুন্ডাপাড়া পর্যন্ত ২ কিলোমিটার ২০০ মিটার দীর্ঘ রাস্তাটির জন্য পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৫০ লক্ষ ৭৭ হাজার ৭২৮ টাকা। ২৮ মার্চ এর ভার্চুয়ালি শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার কাজের সূচনা করেন রশিদুল আলম। উপস্থিত ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি জবাইদুল ইসলাম। পরে রশিদুল জানান, কাজটি পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের নয়। কাজ করছে এসআরডিএ। তৃণমূলের একাংশ নেতা-কর্মীদের অভিযোগ, শিডিউল মেনে কাজ করা হচ্ছে না। স্থানীয়দের দাবি মেনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে।