কলকাতা: স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত জানাতে হাইকোর্টে এক সপ্তাহ সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।
এদিন মামলার শুনানিতে আদালতকে জানানো হয়, স্কুল খুলতে আগ্রহী রাজ্য সরকারও। কিন্তু ১৫ বছরের নীচে কারও টিকাকরণ হয়নি। শিশুদের বিষয়ে অতিরিক্ত দায়িত্বশীল হতে হবে। বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হচ্ছে। পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালু করা হচ্ছে। ১৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।