উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পার্কিং নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন (Parking dispute)। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতিতে পরিণত হয়। আর প্রতিবেশীর মারধরের জেরেই শেষ পর্যন্ত প্রাণ হারালেন এক বিজ্ঞানী (Scientist died)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের (Punjab) মোহালিতে।
পুলিশ সূত্রে খবর, মৃত বিজ্ঞানীর নাম অভিষেক স্বর্ণকার। আদতে তিনি ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা। তবে মোহালির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ-এ কর্মরত ছিলেন তিনি। মোহালিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন ৩৯ বছর বয়সি ওই বিজ্ঞানী। মঙ্গলবার রাতে মন্টি নামের এক প্রতিবেশী যুবকের সঙ্গে বাইক পার্কিং নিয়ে বচসায় জড়ান অভিষেক। কিছুক্ষণের মধ্যেই ওই প্রতিবেশী ও অভিষেকের মধ্যে মারধর শুরু হয়। রীতিমতো মাটিতে ফেলে মারধর করা হয় অভিষেককে। এরপরই উভয়ের পরিবার ও স্থানীয়রা এসে ঝামেলা থামানোর চেষ্টা করেন। কিন্তু সেই সময় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অভিষেক। তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। অভিষেকের পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। তাঁর বোন তাঁকে একটি কিডনি দিয়েছিলেন। ডায়ালিসিস চলছিল অভিষেকের। অসুস্থ অবস্থায় মারধরের আঘাত সহ্য করতে পারেননি তিনি। যার জেরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
ঘটনার পরই অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। অভিষেকের পরিবার এবং প্রতিবেশীরা এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী পলাতক। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।