আলিপুরদুয়ার: করোনা সংক্রমণ রুখতে পথে নামলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার। রবিবার স্যানিটাইজারের মেশিন হাতে রাস্তায় নেমে পড়েন তিনি। পুরসভা, ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে প্রশাসন এদিন শহরের বিভিন্ন রাস্তা বাজার এলাকায় স্যানিটাইজেশনের কাজ করেছে।
করোনার সংক্রমণ রুখতে আলিপুরদুয়ার জেলার সমস্ত বাজার দোকানপাট রবি ও মঙ্গলবার সপ্তাহে দু’দিন বন্ধ রাখা হয়েছে। বন্ধের দিনগুলোতে বাজার রাস্তাঘাট যাতে জীবাণুমুক্ত করা সম্ভব হয়, তার জন্য পুরসভা প্রশাসন এবং ব্যবসায়ী সংগঠনগুলি স্যানিটাইজেশনের কাজ শুরু করেছে। এদিন মহকুমা শাসক নিজেও শহরের চৌপথী এলাকায় স্যানিটাইজেশনের কাজে হাত লাগান।