চোপড়া: মায়ের সঙ্গে মামার বাড়ি বেড়াতে এসে নদীতে তলিয়ে গেল এক শিশু। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চোপরার রাঙ্গাগছ এলাকায়। সেখানকার ডোক নদীতে ১ বছর ১০ মাস বয়সি ওই শিশুটি তলিয়ে যায় বলে জানা গিয়েছে। নিখোঁজ শিশুটির নাম সায়ান দাস। ঘটনার পর দিনভর স্থানীয়দের তৎপরতায় ওই শিশুটিকে নদীতে খোঁজা হয়। দুপুরে প্রশাসনিক তাৎপরতায় শিলিগুড়ি ডাবগ্রাম থেকে ডুবুরি নিয়ে গিয়ে নদীতে নামানো হয়। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোনওরকম খোঁজ মেলেনি।
জানা গিয়েছে, শিশুটির মামার বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরেই ডোক নদী। এদিন সেই নদী পাড়ে শিশুটি অন্যান্য শিশুদের সঙ্গে খেলার সময় অসাবধানতাবশত নদীতে তলিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে শিশুটির মা সাগরি হালদার বলেন,‘ছেলে তার দাদুর কোলেই ছিল।এরই মধ্যে বোনের মেয়ের সঙ্গে বাড়ির বাইরে খেলতে বেরিয়েছিল। চোখের আড়াল হতেই খোঁজাখুঁজি শুরু হয়। বোনের মেয়েকে নদীর ঘাটে পাওয়া যায়। তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করলে সে শুধু নদীর দিকে দেখিয়ে দিতে থাকে। তারপরেই বিষয়টি নিয়ে সন্দেহ জাগে। তারপর থেকে দিনভর নদীতে খুঁজেও ছেলের সন্ধান পাওয়া যায়নি।’