উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে দুই শিশুর শরীরে হদিশ মিলেছে HMPV বা হিউম্যান মেটা নিউমো ভাইরাসের (HMPV Virus)। বর্তমানে দুই শিশুই চিকিৎসাধীন বেঙ্গালুরুর হাসপাতালে। ভারতে এই ভাইরাসের খোঁজ মিলতেই নড়েচড়ে বসল পশ্চিমবঙ্গ সরকারও। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগেভাগেই সতর্ক হল রাজ্যের স্বাস্থ্য দপ্তর (Department of Health)।
রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে, চিনের এইচএমপিভি ভাইরাস যদি কোনও আক্রান্তের শরীর থেকে পাওয়া যায়, এই পরিস্থিতিতে ভাইরাসের নমুনা সংগ্রহ করার পরও বোঝার উপায় নেই আদতে চিন (China) থেকে আমদানি হয়েছে কিনা। এমতাবস্থায় হাসপাতালগুলিতে (Hospital) নজরদারি বজায় রাখতে চাইছে স্বাস্থ্য দপ্তর। যাতে ভবিষ্যতে কোনও বড় আকার ধারণ না করে।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে আপাতত খুব বেশি আশঙ্কা নেই। দেশের অন্যান্য রাজ্যকে কেন্দ্রের তরফ থেকে কোনও অ্যাডভাইজরি দেওয়া হয়নি। তাই লিখিত অ্যাডভাইজরি জারির পথে হাঁটছে না রাজ্য স্বাস্থ্য দপ্তরও।