সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Summer Vacation | হাইস্কুলে গরমের ছুটি পরে, প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে বৈষম্যে ক্ষোভ শিক্ষা মহলে

শেষ আপডেট:

গৌরহরি দাস, কোচবিহার: বাচ্চাদের নাকি গরম বেশি। বাড়ির মা-কাকিমাদের বলা এই কথাটায় সিলমোহর দিল রাজ্য প্রাথমিক এবং মধ্য শিক্ষা পর্ষদ। রাজ্যের প্রতিটি জেলার স্কুলগুলির জন্য প্রতিবারের মতো এবারও সারা বছরের ছুটির তালিকা পাঠিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। সেখানে দেখা গিয়েছে, প্রাথমিক স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) আগে দেওয়া হয়েছে এবং মাধ্যমিক স্কুলগুলিতে পরে। বিষয়টি নিয়ে কোচবিহার (Cooch Behar) জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন রজত বর্মা বলেন, ‘রাজ্যের সব জায়গার আবহাওয়া তো সমান নয়। যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা নিশ্চয়ই কোনও কিছু চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন।’

যদিও একই এলাকায় প্রাথমিক (Primary) এবং মাধ্যমিকের (Secondary) স্কুলগুলিতে আলাদা সময়ে গরমের ছুটি দেওয়া নিয়ে শিক্ষা দপ্তরকে বিঁধেছে প্রায় সব শিক্ষক সমিতিই। এসব শিক্ষা দপ্তরের খামখেয়ালিপনা বলে তোপ দাগলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্পাদক পার্থপ্রতিম ভট্টাচার্য। তিনি বলেন, ‘এটা শিক্ষা দপ্তরের চরম খামখেয়ালিপনা। একেবারে দায়সারা কাজ। এ ধরনের সিদ্ধান্ত পুরোপুরি হাস্যকর।’

প্রতিবারের মতো এবারও রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলির সারা বছরের ছুটির তালিকা পাঠিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। সেখানে দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক স্কুলগুলির জন্য যে ছুটির তালিকা পাঠিয়েছে, সেখানে গরমের ছুটি দেওয়া হয়েছে আগামী বছরের ২ মে থেকে ১২ মে পর্যন্ত। অথচ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদে পাঠানো ছুটির তালিকা অনুযায়ী গরমের ছুটি দেওয়া হয়েছে ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত।

প্রশ্ন উঠেছে, তাহলে কি শিক্ষা দপ্তর মনে করছে যে, একই জায়গায় প্রাথমিক স্কুলের পড়ুয়াদের গরম আগে লাগে। আর মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের গরম পরে লাগে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির কোচবিহার জেলা সভাপতি বিপুল নন্দীর মন্তব্য, ‘শিক্ষা দপ্তরের এ ধরনের সিদ্ধান্ত বিভ্রান্তিকর। প্রাথমিক এবং মাধ্যমিক সব স্কুলে গরমের ছুটি একই সময় দেওয়া উচিত ছিল।’ রাজ্যের সব জায়গার আবহাওয়া সমান নয়। তাই স্কুলের এই ছুটির বিষয়গুলি জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে দেওয়া হলে ভালো হয়।

‘শিক্ষা দপ্তরের অপরিপক্ক পরিকল্পনা’, কটাক্ষ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সভাপতি দীপক সরকারের। তাঁর কথায়, ‘এটা অদ্ভুত এবং অবাস্তব। এটা কোনওভাবে মেনে নেওয়া যায় না।’

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য যুগ্ম সম্পাদক বলরাম সিংহ রায়ের গলায় অবশ্য অন্য সুর। তিনি বললেন, ‘২ মে থেকে আমাদের প্রাথমিকে গরমের ছুটি শুরু হচ্ছে, সেটা একেবারে সঠিক সময়ে দেওয়া হয়েছে। তবে মাধ্যমিক স্তরের স্কুলের বিষয়টি আমার জানা নেই। তাই না জেনে এ বিষয়ে কোনও মন্তব্য করব না।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Jaldapara National Park | অফলাইনে টিকিটে ভোগান্তি, জলদাপাড়ায় সমস্যা এলিফ্যান্ট রাইডিংয়েও

নীহাররঞ্জন ঘোষ, মাদারিহাট: অফলাইনে টিকিট দেওয়ার নিয়ম চালু হতেই...

Sreerupa Mitra Chowdhury | শ্রীরূপার বিধায়ক তহবিলে বঞ্চিত পদ্মের ওয়ার্ড, ক্ষোভ বাড়ছে স্থানীয়দের

জসিমুদ্দিন আহম্মদ, মালদা: বিজেপি শাসিত ওয়ার্ডের জন্য বরাদ্দ নেই...

Child Labour | শামুকতলার নাবালিকা শিশুশ্রমিক! ২ লক্ষ জরিমানা অসমের এক পরিবারের

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: শিশুশ্রম যে দণ্ডনীয় অপরাধ, সেকথা বারবার...

Attempt to sell child | দুয়ারে দুয়ারে বিক্রির প্রস্তাব! ১ মাসের সন্তানসহ ধরা পড়লেন দম্পতি

মালবাজার: মাত্র ১ মাসের কোলের বাচ্চাকে বিক্রি করতে এসে...