উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলেজের এক অধ্যাপক অশালীন আচরণ তথা যৌন নির্যাতন করতেন ছাত্রীদের। আর সেই ঘটনার ভিডিও বানিয়ে রাখতেন নিজেই। সম্প্রতি সেই অধ্যাপকের কীর্তি ফাঁস হয়ে যায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে ৫৯টি আপত্তিকর ভিডিও ও ছবি। পুলিশের কাছে এই ঘটনায় বেনামি চিঠি লিখেও জানানো হয়েছিল অভিযোগ। তবে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগেই পালিয়ে যান ওই অধ্যাপক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরসের ফুলচাঁদ বগলা কলেজে। অভিযুক্তের নাম রজনীশ কুমার। ভুগোল বিভাগের প্রধান ছিলেন তিনি।
পুলিশ সূত্রের খবর, সম্প্রতি বেনামী চিঠি লিখে রজনীশের বিরুদ্ধে থানায় এবং মহিলা কমিশনে অভিযোগ জানান এক মহিলা। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে অভিযুক্তের অনেককেই করা যৌন নির্যাতনের কথা। জানা যায়, পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়ার এবং কলেজের পরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কখনও তাঁর বাড়িতে নিয়ে গিয়ে কখনও বা কলেজের মধ্যেই ছাত্রীদের যৌন নির্যাতন করতেন তিনি। সেই ঘটনার ভিডিও বানিয়ে নির্যাতিতাদের ব্ল্যাকমেল করার অভিযোগও উঠেছে রজনীশের বিরুদ্ধে। নির্যাতিতাদের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। তাৎপর্যপূর্ণ ভাবে অভিযুক্ত অধ্যাপকের পাশে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে তদন্তে অসহযোগিতার করার অভিযোগ উঠেছে ওই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও ঘটনার রেশ হাথরসের গণ্ডি ছাড়িয়ে লখনউ অবধি পৌঁছে গিয়েছে। তদন্ত করে দোষীর কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।