Operation Black Forest | বাবা শিক্ষক, ইঞ্জিনিয়ারিং পাশ করেন, মাথার দাম ছিল দেড় কোটি! কে এই সদ্যপ্রয়াত মাও নেতা বাসবরাজু?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৩১ মার্চ, ২০২৬। দেশ থেকে নকশাল উগ্রপন্থা শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। আর সেই লক্ষেই নিখুঁত ছকে চলছে মাওবাদী দমন অভিযান ‘অপারেশন ব্ল্যাকফরেস্ট’ (Operation Black Forest)। ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের পাহাড় জঙ্গলে এই অপারেশনে বহু মাওবাদী মৃত্যুর খবর আসছে। ৫৪ জন গ্রেপ্তার হয়েছেন, ৮৪ জন আত্মসমর্পণ করেছে। এরই মধ্যে সম্ভবত বাহিনীর সবচেয়ে বড় সাফল্য এসেছে বুধবার। ছত্তিশগড়ের নারায়ণপুর, বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার সীমানায় অবুঝমাড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষে এদিন ৩০ মাওবাদী গেরিলার মৃত্যু হয়েছে। জানা যায়, মৃতদের মধ্যেই রয়েছেন সিপিআই মাওবাদীর সর্বোচ্চ নেতা নাম্বালা কেশব রাও (Nambala Keshav Rao) ওরফে বাসবরাজু (Basabraju)। সূত্রের খবর, দান্তেওয়াড়া-নারায়ণপুর-বীজাপুরের সীমানায় বাসবরাজুর আসার খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই খবরের ভিত্তিতেই ভোররাত থেকে শুরু হয় অভিযান। ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের জওয়ান ও মাওবাদীদের মধ্যে বুধবার ভোররাত থেকে তীব্র গুলির লড়াই  বেঁধে যায়। অভিযানে নারায়ণপুর, বিজাপুর এবং দান্তেওয়াড়া জেলার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের জওয়ানরা অংশ নিয়েছিলেন। সেই সংঘর্ষেই মৃত্যু হয় বাসবরাজুর।

সিপিআই মাওবাদীর (CPI Maoist) সাধারণ সম্পাদক পদে ছিলেন বাসবরাজু। সাধারণ সম্পাদক পদে থাকা কোনও নেতার এনকাউন্টারে মৃত্যুর ঘটনা নজিরবিহীন। এদিন তাই নাম্বালা কেশব রাওয়ের মৃত্যুর খবর নিশ্চিত হতেই এক্স হ্যান্ডলে পোস্ট করে বাহিনীর সাফল্য তুলে ধরেন অমিত শা। তিনি  লেখেন, ‘নম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু — সিপিআই-মাওবাদীর সাধারণ সম্পাদক, সর্বোচ্চ নেতা এবং নকশাল আন্দোলনের মেরুদণ্ড ছিলেন।’

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম (Sri kakulam) জেলার জিয়ানপেটে জন্ম বাসবরাজুর। বয়স ৬৮ থেকে ৭০। বাবা ছিলেন শিক্ষক। ১৯৮০-এর দশকে ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার আগে তিনি ওয়ারাঙ্গল রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজে (REC) ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তার আগে ১৯৭০ দশকের শেষ দিক থেকেই নকশাল আন্দোলনের সংস্পর্শে আসেন বাসবরাজু। ১৯৮০ সালে ছাত্র ইউনিয়নের হয়ে বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়ার পর, তিনি এম টেক পড়া মাঝপথে ছেড়ে দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যান এবং নকশালদের সঙ্গে সরাসরি যোগ দেন। পরবর্তী চার দশক ধরে, কার্যত সরকারের মধ্যে ত্রাস সৃষ্টি করেছিলেন তিনি। নিমেষে আইইডি তৈরি করা, নিখুঁত পরিকল্পনা, অতর্কিত হামলা, জঙ্গল যুদ্ধে পারদর্শী এই নেতা মাওবাদিদের সশস্ত্র উইংয়ের কমান্ডার ছিলেন। ১৯৮৭ সালে গণপতি ও প্রয়াত কিষেনজির সঙ্গে বস্তারের অবুঝমার জঙ্গলে এলটিটিইর কাছ থেকে বিস্ফোরক তৈরি ও জঙ্গলযুদ্ধের প্রশিক্ষণ নেন।

তার নেতৃত্বেই ২০১০ সালে দান্তেওয়াড়ায় (Dantewada) আধা সামরিক বাহিনীর উপর দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা হয় বলে মনে করেন গোয়েন্দারা। যেই হামলায় ৭৬ জন জওয়ান নিহত হন।  ২০১৮ সালে, সিপিআই মাওবাদী দলের সাধারণ সম্পাদক মুপ্পালা লক্ষ্মণ রাও ওরফে গণপতি অসুস্থ হয়ে পড়ায় সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন নাম্বালা কেশব রাও। একই বছর অন্ধ্রপ্রদেশে টিডিপি বিধায়ক কে সর্বেশ্বর রাও এবং প্রাক্তন বিধায়ক শিবরী সোমার হত্যার ঘটনা ঘটায় মাওবাদীরা।  এই হামলার পেছনেও তারই মাথা কাজ করেছে বলে মনে করা হয়।  সরকার তার মাথার দাম ঠিক করে ১.৫ কোটি টাকা। এনআইএর কাছে মোস্ট ওয়ান্টেড এই মাওবাদী নেতার কোনও সাম্প্রতিক ছবি বা নিশ্চিত বিবরণ ছিল না। যার জেরে চিহ্নিত করা সম্ভব হত এই নকশাল নেতাকে। ফলে দেড় কোটির পুরষ্কার মূল্য থাকা সত্ত্বেও অধরাই ছিলেন বাসবরাজু। তবে শেষ পর্যন্ত এই নকশাল নেতার মৃত্যুর ঘটনা অবশ্যই কেন্দ্রীয় সরকারের নকশাল দমন অভিযানের বড় সাফল্য।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

More like this
Related

Boeing Dreamliner aircraft | মাঝ আকাশে বিপত্তি হায়দরাবাদগামী একটি ড্রিমলাইনারের বিমানের, জরুরি অবতরণ ফ্রাঙ্কফুর্টে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার...

Ayatollah Ali Khamenei | খামেনেইকে হত্যা করতে চেয়েছিল ইজরায়েল! আটকে দেন ট্রাম্প?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তিতে...

Iran-Israel Conflict | ইরানে মৃত ২২৪, ইজরায়েলে ১৪! মধ্যপ্রাচ্যে ক্রমশই বাড়ছে যুদ্ধের বীভৎসতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার ইজরায়েলের (Israel) হামলা শুরুর...

Iran-Israel Conflict | চতুর্থ দিনে পা রাখল সংঘাত! ইরানে হামলার পেছনে কী লক্ষ্য ইজরায়েলের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ...