উত্তরবঙ্গ

বেতন পাচ্ছেন না নিরাপত্তারক্ষীরা, কাঠগড়ায় সেচ দপ্তর

বালুরঘাট: প্রায় আট মাস ধরে বেতন পাচ্ছেন না নিরাপত্তারক্ষীরা। তবু নির্বিকার জল সেচ দপ্তর। বুধবার এমনই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন দপ্তরের নিরাপত্তারক্ষীরা। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তারা কোনরকম কর্ণপাত করছেন না বলে অভিযোগ। এমনকি এদিন শ্রম দপ্তরের আধিকারিককেও লিখিতভাবে সেচ দপ্তরের ১২ জন নিরাপত্তারক্ষী অভিযোগ জানিয়েছেন। তাঁদের বেতন মিটিয়ে না দিলে আগামীতে বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন তাঁরা।

বিনা অনুমতিতে দপ্তরে কেউ প্রবেশ করছে কি না অথবা দপ্তরের নিরাপত্তা যাদের হাতে তাঁরাই কার্যত আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংসার টানতে কাল ঘাম ছুটছে সেই নিরাপত্তারক্ষীদের। বালুরঘাটের পুলিশ লাইন এলাকায় রয়েছে জল সেচের দপ্তর। যেখানে একাধিক ভবনে নিরাপত্তারক্ষীরা মোতায়েন থাকেন। মূল দরজার সামনেও সবসময় নিরাপত্তারক্ষীরা দায়িত্ব পালন করছেন দীর্ঘ কয়েক বছর ধরে। একটি সিকিউরিটি এজেন্সির মাধ্যমে কাজ পেয়েছিলেন তাঁরা। প্রথম পর্যায়ে ঠিকঠাক বেতন দেওয়া হলেও গত ৮ মাস ধরে তাঁদের বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই দপ্তরে পালা করে ১২ জন নিরাপত্তারক্ষী দায়িত্ব সামলান। বেতন না পেয়ে পরিবার নিয়ে সংসার সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।  সেচ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে নিরাপত্তারক্ষীরা একজোট হয়ে সেচ দপ্তরের দরজা আটকে আন্দোলনে নেমে পড়েন। বেতন আদায়ের দাবিতে সরব হন তাঁরা। যদি দ্রুত বেতন না দেওয়া হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নিতেও তাঁরা পিছুপা হবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

নিরাপত্তারক্ষী জনি রায় বলেন, ‘দীর্ঘ কয়েক বছর ধরে আমরা ১২ জন নিরাপত্তারক্ষী এখানে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছি। কিন্তু গত আট মাস ধরে আমাদের বেতন বন্ধ হয়ে রয়েছে। কারোর কোনো হেলদোল নেই। বাধ্য হয়ে আমরা শ্রম দপ্তরের আধিকারিককে লিখিতভাবে অভিযোগ করেছি। তারা বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।‘

বালুরঘাট সেচ দপ্তরের মহকুমা আধিকারিক রঞ্জন রায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বেতন বন্ধের বিষয়টি বলতে পারবেন বলে এড়িয়ে যান। জেলা সেচ দপ্তরের আধিকারিক মৃত্যুঞ্জয় কুমার ছুটিতে রয়েছেন বলে দপ্তরের তরফে জানা যায়। ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Madhyamik Result | বাবা ঠিকা শ্রমিক, সৌরদ্বীপের পড়াশোনায় অন্তরায় আর্থিক অনটন

জামালদহ: এক কামরার ভাড়া বাড়ি। পাশেই চলে রান্নাবান্না। বাবা ঠিকা শ্রমিক। বিভিন্ন মিষ্টির দোকানে কিংবা…

2 mins ago

Lok Sabha Election 2024 | উত্তর মালদা আসনে অঙ্ক মেলানো শক্ত সবারই

শুভঙ্কর চক্রবর্তী, মালদা: শশাঙ্ক  এবং গৌড়- এই দুইকে পৃথক করা সম্ভব নয়। তবে শশাঙ্কহীন গৌড়…

13 mins ago

Election campaign | বাবার কাজের খতিয়ান তুলে ফরাক্কায় প্রচার ইশার

ফরাক্কাঃ প্রচারের শেষলগ্ন। এক ইঞ্চিও বিরোধীদের ছাড়তে চান না কোনও প্রার্থী। শুক্রবারও কংগ্রেস প্রার্থী ইশা…

21 mins ago

Fraud | ঋণ নিয়ে বাড়তি টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জন, পরে লক্ষাধিক টাকা হাতিয়ে ধৃত প্রতারক

শিলিগুড়ি: মহিলার বিশ্বাস অর্জন করে প্রতারণা! ফেসবুকে পরিচয়ের পর ভাই-বোনের সম্পর্ক গড়ে ওঠায় অভিযুক্ত যুবককে…

48 mins ago

Madhyamik Result | দরিদ্রতাকে হারিয়ে মাধ্যমিকে ৮৫ শতাংশ, ভবিষ্যতে সংসারের হাল ধরতে চায় দীপেন্দু

গয়েরকাটা: দরিদ্রতাকে জয় করে মাধ্যমিকে(Madhyamik Result) ভালো ফলাফল করে নজর কাড়ল বানারহাটের বংশীবদন হাইস্কুলের ছাত্র…

1 hour ago

Meritorious student | বাবা সিপিএম পার্টির হোলটাইমার, ছেলের সাফল্যের নেপথ্যে নায়ক সাত মাস্টারমশাই

বালুরঘাটঃ বাবা উমেশ প্রসাদ সিপিএমের হোলটাইমার। দলের কাজ নিয়ে সব সময় ব্যস্ত। দিন-রাত পার্টি অফিসে…

1 hour ago

This website uses cookies.