উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করল বাংলাদেশ সরকার। হাসিনা ছাড়াও বাতিল করা হয়েছে মোট ৯৭ জনের। এদের মধ্যে ৭৫ জন জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত। বাকি ২২ জনের বিরুদ্ধে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেস বিবৃতি দিয়ে এখবর জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, যাঁদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাঁদের মধ্যে ছাত্র–জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন।
গত ৫ অগাস্ট ছাত্র–জনতার আন্দোলনের জেরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নেন মুজিবকন্যা। সেই সময় থেকে এখনও ভারতেই রয়েছেন। ছাত্র–জনতার আন্দোলনে শহীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রথম ধাপের তালিকায় শহীদ ৮২৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। ওই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।