উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মার্কিন সফরে গিয়ে কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি। ভারত-মার্কিন যৌথ উদ্যোগে তৈরি হবে এই প্ল্যান্ট। এই ঘোষণায় বেজায় খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। নিজেকে গর্বিতবোধ করছেন। তিনি লিখেছেন, কলকাতার জন্য ঐতিহাসিক বিদেশি পুঁজি বিনিয়োগের বিষয়ে আমি গর্বিত ও সৌভাগ্যবান মনে করছি। কলকাতার বুকে এই কারখানা তৈরি হলে বিরাট কর্মসংস্থানের পাশাপাশি তৈরি হবে দূষণমুক্ত দেশ। উন্নতি হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও।
রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন কেনার চুক্তি নিয়ে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। পাশাপাশি উঠে আসে কলকাতায় সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্লান্ট তৈরির বিষয়টিও। বৈঠকের পর রবিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয় এই প্রকল্প। কথা হয়েছে এই কাজে হাত বাড়াবে কলকাতার গ্লোবাল ফাউন্ড্রিজ। এখানে বলা প্রয়োজন, সেমিকন্ডাক্টর হল বৈদ্যুতিন ডিভাইজের অত্যাবশ্যকীয় উপকরণ। এর প্রয়োগে যোগাযোগ, কম্পিউটিং, স্বাস্থ্য পরিষেবা, প্রতিরক্ষা ব্যবস্থা, পরিবহণ, পরিবেশ বান্ধব বিদ্যুৎ ছাড়াও অগুনতি কাজে ব্যবহার হয়। এই প্রকল্পের কথা ঘোষণা হতেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে পোস্ট করে দুই রাষ্ট্রনেতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, কলকাতায় এই সেমিকন্ডাক্টর কারখানা তৈরির ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ সরকার।
হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরিতে কাজ করবে ‘ভারত সেমি’, ‘থার্ডআইটেক’ এবং ‘ইউএস স্পেস ফোর্স’ নামে তিনটি সংস্থা। এর ফলে দু’দেশে কর্মসংস্থান হবে, গবেষণা ক্ষেত্রেও উন্নতি হবে দুই দেশে। পাশাপাশি এই প্রকল্পের কাজে সহায়তা করবে ‘গ্লোবাল ফাউন্ডারিজ’ নামে নিউ ইয়র্কের একটি সংস্থা। এই সংস্থাটি মূলত সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়েই কাজ করে।
এই বিনিয়োগ প্রসঙ্গে সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “এর নেপথ্যে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অবদানও। গতকাল আমাদের প্রধানমন্ত্রী মোদি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কলকাতায় আন্তর্জাতিক বিনিয়োগে বিষয়ে ঘোষণা করায় আমি খুশি। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আমাদের রাজ্যে মার্কিন বিনিয়োগের বিরাট খবরের পিছনে রয়েছে আমাদের দীর্ঘ কঠিন পরিশ্রম এবং চেষ্টা।”
মুখ্যমন্ত্রীর দাবি, “ওরা আমাদের ইউনিট ও অফিসগুলি দেখেছে এবং বিনিয়োগের ক্ষমতা অনুধাবন করেছে। এ বছর কলকাতায় রাজ্য সরকার আয়োজিত গ্লোবাল ভিএলএসআই সম্মেলনে সেমিকন্ডাক্টর ক্ষেত্রের বড় বড় কোম্পানি হাজির হয়েছিল।” মমতা শেষে লিখেছেন, “আসন্ন বিনিয়োগের সহায়তায় আমি সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। পশ্চিমবঙ্গ জ্ঞানভিত্তিক শিল্পের প্রকৃত গন্তব্য হয়ে উঠুক।”