উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচ্ছিন্নতাবাদী নেতার ভোলবদল! সোমবার জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কনফারেন্সের নেতা সৈয়দ সেলিম গিলানি পিডিপিতে যোগ দিয়েছেন। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতির উপস্থিতিতে দলীয় সদস্যপদ গ্রহণ করেন তিনি।
পিডিপিতে যোগ দিয়ে গিলানি বলেছেন, ‘পিডিপি এমন একটি দল যা গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার এবং জনগণের রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলে। তাই আমি মনে করি, সঠিক দলেই যোগ দিয়েছি।’
হুরিয়তের কার্যনির্বাহী পরিষদের সহযোগী ছিলেন গিলানি। তিনি একসময় সাবির শাহ এবং মিরওয়াইজ ওমর ফারুকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের আগে প্রভাবশালী হুরিয়ত নেতার এই পদক্ষেপ উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী তৎপরতার পক্ষে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
তবে পিডিপিতে যোগদান করলেও গিলানি ভোটে লড়বেন না বলে জানিয়েছেন মেহবুবা। ৯০ আসনের জম্মু ও কাশ্মীরে ১৮, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর তিন দফায় বিধানসভা ভোট হবে।