রাজ্য

জাতীয় স্তরে ওয়েস্টার্ন ডান্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জেলার সাত খুদে

বালুরঘাট: জাতীয় স্তরে ওয়েস্টার্ন ডান্স প্রতিযোগিতায় অংশ নিতে মুম্বইয়ে ডাক পেল জেলার সাত খুদে। এই খবরে রীতিমতো আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে খুদে নৃত্যশিল্পী ও তাদের পরিবারের সদস্যরা। প্রতিযোগিতায় নিজেদের সেরাটা তুলে ধরতে ইতিমধ্যে শুরু হয়েছে জোর প্রস্তুতি। চলতি বছরের শেষে এই উচ্চমানের প্রতিযোগিতায় অংশ নিতে বালুরঘাট থেকে মুম্বই পাড়ি দেবে টিএফএস ডান্স ফ্যামিলির এই খুদে সাত সদস্য। যাদের সোনা জয়ের স্বপ্নই যেন এখন সবসময় তাড়া করে বেড়াচ্ছে। নৃত্য প্রশিক্ষক শুভজিত কুন্ডুর নেতৃত্বে দিনরাত এক করে চলছে খুদে নৃত্যশিল্পীদের শেষ মুহুর্তের চূড়ান্ত অনুশীলন।

রাজ্যের প্রত্যন্ত জেলা দক্ষিণ দিনাজপুরে ওয়েস্টার্ন ডান্স নিয়ে কিছু করার ভাবনা থেকে প্রায় দেড় বছর আগে টিএফএস ডান্স ফ্যামিলি নাচের প্রতিষ্ঠান গড়ে ওঠে। সামান্য সংখ্যক সদস্য নিয়েই পথ চলা শুরু হয়েছিল। এই সংস্থা থেকেই চলতি মাসে বেশকিছু খুদে নৃত্যশিল্পী হিপহপ ডান্স চ্যাম্পিয়নশিপের জুনিয়র ডিভিশনে অংশগ্রহণ করতে অডিশন দিয়েছিলেন। ভিডিও অডিশনে ডান্স পারফরম্যান্সের মাধ্যমে সাতজন প্রথমে জেলা ও পরে রাজ্য পর্যায়ে নির্বাচিত হন। সেখান থেকেই জাতীয় পর্যায়ে অংশ নিতে তারা যাবে সুদূর মুম্বাইয়ে। ইমেল মারফত সেখানে অংশগ্রহণের চুড়ান্ত খবর জেলায় এসে পৌঁছোতেই উৎফুল্ল হয়ে ওঠেন খুদে নৃত্যশিল্পী ও তার পরিবারের লোকেরা। যার ফলে ইতিমধ্যেই জেলার নৃত্যশিল্পীদের প্রশংসা কুড়চ্ছে তারা। আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মুম্বইয়ে চলা এই প্রতিযোগিতায় অংশ নিতে ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতিও শুরু হয়েছে টিএফএস ডান্স ফ্যামিলির ওই খুদে নৃত্যশিল্পীদের মধ্যে। যাদের প্রতি মুহুর্তে নানা পরামর্শের পাশাপাশি উৎসাহ বাড়াতে দিনরাত এক করে নিজেকে মনোনিবেশ করেছেন ওই সংস্থার কর্ণধার শুভজিত কুন্ডু।

যদিও তাঁর দাবি, এখানে কেউ আলাদা করে কর্ণধার নেই, তারা সকলেই সদস্য। জুনিয়র ডিভিশনে তাদের সাতজন খুদে সদস্য যেন স্বর্ণপদক নিয়ে ফিরতে পারেন সেই লক্ষ্যেই তারা সকলে এগিয়ে চলেছেন। শুভজিত বলেন, ‘ওয়েস্টার্ন ডান্স প্রত্যন্ত এই জেলাতে সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। আমাদের সংস্থার সাতজন খুদে সদস্য জেলা ও রাজ্য পেরিয়ে সুদূর মুম্বই যাবার সুযোগ পেয়েছে। জুনিয়র ডিভিশনে গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। যেখানে তাদের মূল লক্ষ্যই থাকবে সেরার শিরোপা অর্জন করা।’

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

RCB | প্লে-অফ নিশ্চিত হতেই উচ্ছ্বাসে মাতলেন আরসিবি সমর্থকরা, রাতভর চলল হুল্লোড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।…

12 mins ago

Uttar Dinajpur | শ্মশানে মিলল পচাগলা দেহ, পাশে পড়ে দুই জখমও, ঘটনা ঘিরে ধোঁয়াশা

গোয়ালপোখর: শ্মশান থেকে এক ব্যক্তির পচাগলা দেহ (Mysterious Death) উদ্ধার করল পুলিশ। একইসঙ্গে এক মহিলা…

14 mins ago

আম ও মাংসের সুস্বাদু মেলবন্ধন, বানিয়ে নিন ‘কাইরি মুর্গ টিক্কা’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুরগির মাংসের অনেক ধরণের রান্না তো খেয়েছেন। কিন্তু কাঁচা আমের সঙ্গে…

19 mins ago

Bengal Police | এবার পুরুলিয়ার এসপি-কে সরাল নির্বাচন কমিশন, তালিকায় আর কারা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) আবহে ফের রাজ্য পুলিশে (Bengal Police)…

25 mins ago

Money seized | ভোট শেষের আগেই সারা দেশে বাজেয়াপ্ত ৮,৮৮৯ কোটি, তালিকায় শীর্ষে গুজরাট, বাংলায় কত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোট আসলেই শুরু হয়ে যায় ধরপাকড়। চলে তল্লাশি। নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ…

34 mins ago

আরও বেশি পরামর্শ, সমালোচনা চাই আমরা

গৌতম সরকার: অর্ধশতকের আর পাঁচ বছর বাকি। উত্তরবঙ্গ সংবাদের আজ ৪৫-এ পা। দীর্ঘ এই যাত্রায়…

50 mins ago

This website uses cookies.