গাজোল: পাগল কমিটির পরিচালনায় সাতদিন ব্যাপী ২৪তম সাধু মেলা উপলক্ষ্যে শিবপুজোর আয়োজন করা হল। গাজোলের রানীগঞ্জ কমলডাঙ্গা শিব মন্দির প্রাঙ্গণে করোনাবিধি মেনে এই আয়োজন করা হয়। মেলাকে কেন্দ্র করে বেশকিছু দোকানদার পসরা সাজিয়ে বসেছেন। পুজো প্রাঙ্গণে বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে পুজো করা হয়। রানীগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার সর্বসাধারণের সহযোগিতায় শিব মন্দির প্রাঙ্গণে বিগত বছরের ন্যায় এ বছরও সাতদিন ব্যাপী বাউল গানের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, বিগত দিনে জেলার বাইরে থেকে সাধু বৈষ্ণবরা মেলায় অংশগ্রহণ করত। রানীগঞ্জ পাগল কমিটির সভাপতি বিশ্বনাথ বিশ্বাস ও সম্পাদক গোবিন্দ বিশ্বাস জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও পয়লা মাঘ থেকে শুরু হয়েছে এই সাধু মেলা। বিগত ২৪ বছর ধরে এই সাধু মেলা হয়ে আসছে। এবার মেলায় প্রত্যেকের মুখে মাস্ক বাধ্যতামূলক এবং মেলায় প্রবেশ করার সময় হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে দর্শনার্থীদের।
আরও পড়ুন : পুরভোটের আবহে অপহরণ কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে পথে বিজেপি