কলকাতা: করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে লকডাউন ঘোষণা করা হল খড়গপুর আইআইটিতে। আজ অর্থাৎ মঙ্গলবার থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত পঠনপাঠন থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কেউ, স্বাস্থ্যকর্মী, বিদ্যুৎকর্মী, বাজার বিক্রেতা ও ব্যবসায়ী ছাড়া অন্য কোনও লোককে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
গত ১ জানুয়ারি থেকে আইআইটির বিভিন্ন পড়ুয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসতে শুরু করে। ক্যাম্পাসে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যায় ৩০০। এই পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী সাতদিন পুরোপুরি লকডাউনের পথে হাঁটল খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ।