ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম নন, আততায়ীর গুলিতে নিহত ও আহত হয়েছেন একাধিক প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পদপ্রার্থী। ট্রাম্প বেঁচে গিয়েছেন। মারা যান আব্রাহাম লিংকন, জেমস এ গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলে, জন এফ কেনেডি এবং তাঁর ভাই রবার্ট এফ কেনেডি। একনজরে দেখে নেওয়া যাক তার সালতামামি। ষোড়শ মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গুলিবিদ্ধ হয়েছিলেন ১৮৬৫ সালে ওয়াশিংটন ডিসির এক থিয়েটার হলে। স্ত্রীর সঙ্গে থিয়েটার দেখার সময় তাঁকে গুলি করেছিলেন জন উইলকস বুথ। পরের দিন হাসপাতালে মারা যান আব্রাহাম। ১২ দিন লুকিয়েছিল বুথ। তাকে গুলি করে মারা হয়।
বিশতম প্রেসিডেন্ট জেমস গারফিল্ডকে ১৮৮১ সালে ওয়াশিংটন ডিসির স্টেশনে গুলি করেছিল চার্লস গুইটো। ঘটনার এক সপ্তাহ পরে তিনি মারা যান। গুইটো দোষী সাব্যস্ত হয়। পরের বছর তার মৃত্যুদণ্ড হয়। পঁচিশতম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলেকে নিউ ইয়র্কে ভাষণ দেওয়ার সময় খুব কাছ থেকে গুলি করা হয়। সাল ১৯০১। গুলির ক্ষত থেকে গ্যাংগ্রিন হয়।ঘটনার আটদিন পরে মারা যান। হত্যাকারী লিওন এফ জোলগোজের মৃত্যুদণ্ড হয়। বত্রিশতম প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন রুজভেল্টকে মায়ামিতে নিশানা করেছিল ইটালীয় অভিবাসী জিউসেপ জাঙ্গারা। ১৯৩৩ সাল। গুলি রুজভেল্টের গায়ে লাগেনি। নিহত হন শিকাগোর মেয়ার অ্যানটন সেরমাক।
পঁয়ত্রিশতম প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬৩ সালে ডালাসের কাছে গাড়িতে ওঠার সময় গুলিবিদ্ধ হন। ঘটনার কয়েক ঘণ্টা পরে হাসপাতালে মারা যান। হত্যাকারী ও ধৃত লি হার্ভে ওসওয়ার্ল্ডকে জেলে নিয়ে যাওয়ার সময় গুলি করে মারেন ডালাস নাইট ক্লাবের মালিক জ্যাক রুবি। জন এফ কেনেডির ভাই মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট এফ কেনেডি ১৯৬৮ সালে নির্বাচনী প্রচারের সময় গুলিতে নিহত হন। তাঁকে গুলি করেছিল সিরহান সিরহান। হত্যাকারীকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে তার যাবজ্জীবন হয়। সিরহানের মুক্তির আবেদন ২০২৩ সালে অগ্রাহ্য হয়। ডেমোক্র্যাটিক প্রার্থী জর্জ ওয়ালেস প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়নের প্রচারে নেমে মেরিল্যান্ডে গুলিবিদ্ধ হন ১৯৭২ সালে। চারটে গুলির মধ্যে একটি লেগেছিল তাঁর মেরুদণ্ডে। তিনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান। দোষী সাব্যস্ত আর্থার ব্রেমারের জেল হয়। ২০০৭-এ মুক্তি পায়। আটত্রিশতম প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে ১৭ দিনের মধ্যে দু’বার হত্যার চেষ্টা করা হয়।ঘটনাস্থল স্যাক্রামেন্টো ও সানফ্রান্সিসকো। হত্যার চেষ্টা করেছিল দুই মহিলা লিনেট ফ্রোমে ও সারা জেন মুর। দু’জনেরই যাবজ্জীবন হয়। চল্লিশতম প্রেসিডেন্ট রোনাল্ড রেগন ১০৮১ সালে গুলিবিদ্ধ হন। ওয়াশিংটন ডিসিতে ভাষণ দেওয়ার সময় তাঁকে গুলি করা হয়। বাম ফুসফুসে গুলি লাগে। বরাতজোরে বেঁচে যান। বিয়াল্লিশতম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ১৯৯৪ সালে হোয়াইট হাউসের ভিতরে গুলিবিদ্ধ হন। ক্লিন্টনের কোনও ক্ষতি হয়নি। ৪০ বছরের কারাবাস হয় ফ্রান্সিসকো মার্টিন ডুরানের। তেতাল্লিশতম প্রেসিডেন্ট জর্জ ডবলিউ বুশ ২০০৫ সালে তিবিলিসিতে এক সমাবেশে মঞ্চে থাকাকালীন তাঁকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়েছিল ভ্লাদিমির আরুটিউনিয়ান নামে এক ব্যক্তি। গ্রেনেডটি ফাটেনি। কেউ আহতও হয়নি। যাবজ্জীবন হয় আরুটিউনিয়ানের। প্রাক্তন প্রেসিডেন্ট রুজভেল্টকে ১৯১২ সালে মিলওয়াকিতে গুলি করা হয়েছিল। তাঁর বুকে গুলি লাগে। সেই বুলেটটি সারাজীবন তাঁর বুকে থেকে যায়।