চালসা: লাটাগুড়ি ও গজলডোবার পর এবার মেটেলি ব্লকের মূর্তিতে সরকারি জমিতে থাকা রিসর্ট ভাঙার কাজ শুরু করল প্রশাসন। মঙ্গলবার প্রশাসনের তরফে মূর্তি এলাকার দুটি বেসরকারি রিসর্ট আর্থমুভার দিয়ে ভাঙা হয়। মেটেলি বাজার সংলগ্ন বোম বস্তি এলাকার একটি বেসরকারি রিসর্টও ভাঙা হয়। এদিন রিসর্টের গেট ও সামনের সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়। এদিন এলাকায় প্রচুর পুলিশবাহিনী মোতায়েন করা হয়। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। রিসর্ট ভাঙার সময়ে ব্লক প্রশাসনের আধিকারিক ও পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। খবর পেয়ে এলাকায় যান রিসর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও।
জানা গিয়েছে, এর আগে এই রিসর্টগুলোতে প্রশাসনের তরফে আধিকারিকেরা গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর কথা বলেন। সেই অনুযায়ী তারা যাবতীয় কাগজপত্র জমা করেন প্রশাসনের কাছে। কিন্তু তাদের কাগজপত্রে প্রশাসন সন্তুষ্ট না থাকায় এদিন ওই রিসর্টগুলো ভাঙা হয়। ভাঙা রিসর্টগুলির তরফে ম্যানেজাররা এদিন কোনও কিছু বলতে চাননি।
রিসর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ জীবন ভৌমিক বলেন, ‘ঘটনা খুবই দুঃখজনক। সংগঠনের অন্তর্গত সমস্ত রিসর্ট কর্তৃপক্ষকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র প্রশাসনকে জমা দেওয়ার কথা বলা হবে। প্রশাসনের আধিকারিকরা এদিন এবিষয়ে কিছু না বললেও এই অভিযান চলতেই থাকবে।‘