উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চেন্নাইয়ের মেরিনা বিচে(Marina Beach) এয়ার শো(air show) দেখতে গিয়ে মৃত্যু হল তিনজনের। ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকের(heat stroke) ফলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে।
প্রসঙ্গত, ৯২ তম ইন্ডিয়ান এয়ার ফোর্স(IAF)দিবস উদযাপন উপলক্ষে এয়ার শো দেখার জন্য এদিন সকাল ১১ টার আগেই মেরিনা বীচে ভিড় জমিয়েছিলেন উৎসাহী জনতা। কিন্তু সঙ্গে ছাতা নিয়ে আশা সত্ত্বেও প্রখর সূর্যের তাপে অস্বস্তিতে পড়তে দেখা যায় অনেককেই।
এয়ার শোতে স্পেশাল গরুড় বাহিনীর কমান্ডোদের দ্বারা একটি উদ্ধার অভিযান এবং বন্দিদের মুক্ত করার জন্য একটি শো হওয়ার কথা ছিল। এছাড়াও এই শোতে ৭২ টি বিমান প্রদর্শন করা হয় যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল,রাফালে(Rafale) সহ দেশীয়ভাবে তৈরি অত্যাধুনিক লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস(Tejas), লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচন্ড(Prachand) এবং হেরিটেজ বিমান ডাকোটা(Dakota)।
এই বহু-প্রত্যাশিত এয়ার শো দেখতে এদিন প্রায় ১৫ লাখ মানুষ সমুদ্র সৈকতে জড়ো হয়েছিলেন। এই নিয়ে তৃতীয়বারের মতো আইএএফ (IAF) দিল্লির বাইরে এবং প্রথমবারের মতো দক্ষিণ ভারতে তাঁদের এয়ার শো পরিচালনা করেছে। ২০২৩ সালের অক্টোবরে আইএএফ প্রয়াগরাজে এয়ার শো পরিচালনা করেছিল এবং ২০২২ সালে এটি অনুষ্ঠিত হয়েছিল চণ্ডীগড়ে।
এদিনের এই এয়ার শো দেখতে যেমন প্রচন্ড ভিড় হয়েছিল তেমনই ছিল সূর্যের প্রখর তাপ। শো শেষ হতেই গোটা এলাকা জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পানীয় জলেরও সঠিক বন্দোবস্ত ছিল না বলেই জানা গিয়েছে। ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। মৃত ৩ জন ছাড়াও প্রায় ২৩০ জনকে এদিন শোয়ের পরে হাসপাতালে ভর্তি করতে হয়। যদিও তাঁদের মধ্যে অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলেই জানা গিয়েছে।

