উত্তরবঙ্গ

Water Crisis | গরমে তীব্র জলকষ্ট, পিএইচই কর্মীদের আটকে বিক্ষোভ গ্রামবাসীর

কালিয়াগঞ্জ: তীব্র গরমে জমির মাটি ফাটার জোগাড়। কমছে জলস্তর। পুকুরগুলো জলশূন্য হয়ে পড়ছে। ফলে কালিয়াগঞ্জের(Kaliaganj) বিভিন্ন গ্রামীণ এলাকায় দেখা দিয়েছে জলকষ্ট(Water Crisis)। তারমধ্যে গ্রামের পিএইচই দপ্তরের তরফেও গ্রামীণ এলাকায় পানীয় জল পরিষেবা অনিয়মিত হওয়ায় ধৈর্যের বাঁধ ভেঙেছে কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের মধ্য দুর্গাপুর এলাকায়। নয়টি গ্রামে পানীয় জল পরিষেবার জন্য আজ পর্যন্ত মাত্র ২০ শতাংশ পাইপ লাইনের কাজ হয়েছে বলে গ্রামবাসীদের দাবি। সেই কারণে শনিবার পিএইচই দপ্তরের তিনজন কর্মীকে জল পাম্পের ঘরে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। প্রায় তিন ঘণ্টা ধরে ঘরে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা মমিনুল হক অভিযোগ করে বলেন, ‘আমাদের গ্রামে জলের লেয়ার একদম নীচে নেমে গিয়েছে। প্রায় দেড় মাস ধরে পিএইচই-এর জল পাচ্ছি না। ফলে প্রায় ২ কিলোমিটার দূর থেকে খাওয়ার জল আমাদের নিয়ে আসতে হচ্ছে। কিন্তু নিত্যদিন ব্যবহারের জল পেতে আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে।’

স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, লক্ষ্মীপুর পিএইচই থেকে গ্রামে জলের কানেকশন হয়নি। পাঁচ মাস ধরে পিএইচই-র দপ্তরের কর্মীরা বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন। বাধ্য হয়েই এদিন তিনজন কর্মীকে পিএইচই ঘরে আটকে রাখা হয়েছে।

প্রায় তিনঘণ্টা পিএইচই ঘরে আটকে থাকার পর কর্মী সোরেন রায় বলেন, ‘গ্রামের অধিকাংশ জায়গায় পাইপ লাইনের কাজ ঠিকমতো হয়নি। দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরদের বিষয়টি বলেছি। তারা কোনও গুরুত্ব দিচ্ছেন না। এখনও তা সম্পূর্ন হয়নি।’

কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত রায়ের কথায়, ‘বৃষ্টি না হওয়ার কারণে কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় জলকষ্ট দেখা দিয়েছে। পিএইচই চেষ্টা করছে যত দ্রুত সম্ভব মানুষকে জলের পরিষেবা দেওয়ার জন্য৷ বিষয়টি ভালোভাবে জেনে নিয়ে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Jadavpur | ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর! প্রতিবাদে থানা ঘেরাও প্রার্থী সৃজনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যাদবপুর কেন্দ্রের পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের…

9 mins ago

Swati Maliwal | স্বাতী মালিওয়ালকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার কেজরিওয়ালের প্রাক্তন সচিব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে (Swati Maliwal) হেনস্তার অভিযোগে…

57 mins ago

BSF | গ্রামের সীমানার শেষ প্রান্তে বেড়া দেওয়ার বিকল্প প্রস্তাব, চম্পদগছের দাবি উপরমহলে পাঠাল বিএসএফ

শিলিগুড়ি, ১৭ মে : ফুলবাড়ি চম্পদগছের বাসিন্দাদের দাবি মেনে ফেন্সিং গেট তৈরির আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের…

58 mins ago

Siliguri | উত্তরবঙ্গ সংবাদের খবরের জের, নির্মাণকারীকে বোরিংয়ের পাইপ তোলার নির্দেশ পুরনিগমের

শিলিগুড়িঃ শুধু কলেজপাড়া নয়, এবার শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের এক নার্সিংহোম ও এক হোটেলে…

1 hour ago

Siliguri | দু চাকায় ভর করে ভারত ভ্রমণের ইচ্ছে! প্রশাসনের কাছে সহযোগিতা প্রার্থনা শিলিগুড়ি সাইকেলিং কমিউনিটির

শিলিগুড়ি: নয়া দাবিতে সরব হলেন শিলিগুড়ি সাইকেলিং কমিউনিটি। শনিবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রশাসনের কাছে…

1 hour ago

This website uses cookies.