উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। রবিবার ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া কেন্দ্রে। এই অভিযোগ সামনে আসতেই তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। অভিযুক্ত জওয়ানের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে বাংলার শাসকদল। অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে হয়েছে দায়িত্ব থেকে।
জানা গিয়েছে, যৌন হেনস্তায় অভিযুক্ত জওয়ানের নাম যোগীন্দর পাল। তিনি বিএসএফ-এর জি/৯৬ ব্যাটালিয়নের জওয়ান। রবিবার উলুবেড়িয়ার চণ্ডীপুর অঞ্চলে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এক মহিলা। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর দু’জন জওয়ান অভিযোগকারী মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই ঘটনায় মহিলা যোগীন্দর পালের নামে অভিযোগ দায়ের করেন উলুবেড়িয়া থানায়। তাঁর বিরুদ্ধে ৩৪১, ৩৫৪ এবং ৫০৯ ধারায় মামলা রুজু করে পুলিশ। এদিকে ওই জওয়ানকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের তরফে এই নির্দেশ দেওয়া হয়। অবশ্য, কেন্দ্রীয় বাহিনীর মুখ্য জনসংযোগ আধিকারিক আগেই জানিয়েছিলেন অভিযুক্ত কর্মীকে অপসারণ করা হয়েছে।
এদিকে রবিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে সরব হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেছিলেন, ‘যে কেন্দ্রীয় বাহিনীকে রক্ষক করে বাংলায় পাঠানো হচ্ছে, তাঁরাই বাংলার মহিলাদের শ্লীলতাহানি করছেন? যৌন নির্যাতন করছেন। উলুবেড়িয়ায় যা হয়েছে তাকে কোনও বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখা ঠিক নয়। বিজেপি জানে বাংলায় তৃণমূলের শক্তি মহিলারা। তাঁদের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জেতেন। আর তাই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে সেই মহিলাদেরই ভয় দেখানোর চেষ্টা হচ্ছে।’