উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যরাত। কিন্তু বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন বাণিজ্যনগরীর (Mumbai) একটি বাড়ির সামনে। সময়মতো তিনি এলেন। আবারও জয় করলেন সবার হৃদয়। তিনি আর কেউ নন, বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। শনিবার ৫৯ বছরে পা রাখলেন তিনি।
প্রতিবার এই দিনটি এক বার্ষিক ইভেন্ট হয়ে গিয়েছে শাহরুখ ভক্তদের কাছে। এবারও তার অন্যথা হল না। মন্নতের (Mannat) বাইরে উপচে পড়ল ভিড়। তবে মধ্যরাতেই অনুগামীদের আবদার মেটাতে মন্নতের কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি শার্ট, টুপি, রোদচশমায় দেখা গেল কিং খানকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ।
SRK turns 59! pic.twitter.com/0YSmNqPHsz
— Film History Pics (@FilmHistoryPic) November 1, 2024
জানা গিয়েছে, এদিন নাকি শাহরুখের জন্মদিন (Shah Rukh Khans Birthday) উপলক্ষ্যে গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছে। শাহরুখ পত্নী গৌরীই সেই আয়োজনের পুরোভাগে। বহু হাই প্রোফাইল অতিথি হাজির হবেন। তবে প্রিয় নায়কের জন্মদিন পালিত হবে দেশজুড়েই। যেমনটা হয়ে থাকে প্রতি বছর।
শাহরুখের জন্য গত বছরটা ছিল স্পেশাল। ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দুটি ছবিই হাজার কোটির গণ্ডি পেরিয়েছে। এবছর কোনও ছবি রিলিজ করেনি। একথা সত্যি, প্রতিবছর ভক্তরা শাহরুখের জন্মদিনে মন্নতের সামনে ভিড় জমান। অপেক্ষায় থাকেন কখন একবার তাঁদের প্রিয় নায়ক এসে দাঁড়াবেন। আর সিগনেচার পোজে দুই হাত ছড়িয়ে দেবেন। তাই প্রতিবারের মতো এবারও চেনা ছবি দেখা গেল মন্নতে।