গয়েরকাটা: বাড়িতে এই প্রথম কোনও সরকারি চাকরি। তাও আবার কেন্দ্রীয় সরকারের অধীন সেন্টাল রিজার্ভ পুলিশ ফোর্সের সাব ইনস্পেক্টর পদে। তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস চরমে। খুশিতে আত্মহারা হয়ে সদ্য চাকরি প্রাপ্ত ছেলেকে ব্যান্ড পার্টি সহ বোমা পটকা ফাটিয়ে স্বাগত জানাল তাঁর পরিবারের লোক ও প্রতিবেশীরা। এই দৃশ্য অবাক চোখে দেখলেন গয়েরকাটাবাসী। গয়েরকাটার সমাজপাড়া এলাকার বাসিন্দা মহম্মদ সাহবাজ হোসেন। ২০২০ সালে স্নাতক এই পড়ুয়া ২০২২ সালে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা প্রথমবারেই পাশ করেন। সদ্য ট্রেনিং শেষে চাকরিতে জয়েন করে ছুটিতে বাড়ি ফিরেছেন শাহবাজ।
শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই ব্যান্ডপার্টি সহ বাজি পটকা ফাটিয়ে তাঁকে নিয়ে এলাকা পরিক্রমা করতে দেখা যায় তার বাড়ির লোক ও প্রতিবেশীদের। ঘটনা চাক্ষুষ করেই কৌতূহলী হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। অনেকেই পিছু নেন সেই শোভাযাত্রার। ধীরে ধীরে আসল ঘটনা প্রকাশ্যে আসে। শাহবাজের পরিবার ব্যবসার সঙ্গে যুক্ত। শাহবাজের কাকা ফিরোজ মনসুরি জানান, পরিবারে এই প্রথম সরকারি চাকরি। এই খুশি কি ধরে রাখা যায়। তাই এতকিছুর আয়োজন।