Top News

Shahjahan Seikh | ১৫ মিনিটে ৩ হাজার লোক জড়ো করে ফেলেন, ‘ক্ষমতাবান’ শাহজাহানের জামিনের বিরোধীতা ইডির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টানা প্রায় ৪৮ দিন ধরে ফেরার সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহান শেখ। পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। ইতিমধ্যেই এই অতি প্রভাবশালী তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে আগুন জ্বলছে সন্দেশখালিতে। অন্তরালে থেকেই সন্দেশখালির বেতাজবাদশা শাহজাহান বারাসত আদালতে অগ্রিম জামিনের আবেদন করেছিলেন। সেই জামিন মামলায় আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা নগর ও দায়রা আদালত।

শাহজাহান শেখের জামিন আটকাতে আদা-নুন জল খেয়ে নেমেছে ইডি। এই মামলার শুনানিতে তাঁর আগাম জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী। ইডির আইনজীবী দাবি করেছেন, শাহজাহান ‘ক্ষমতাবান’, ১৫ মিনিটে ৩ হাজার লোক জড়ো করে ফেলেন। তিনি পলাতক থাকলেও রাজনৈতিক পদে রয়েছেন। এই প্রেক্ষিতে শাহজাহানকে ‘ব্লু আইড বয়, টক অব দ্য টাউন’ বলে আদালতে দাবি করেছে ইডি।

কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, শাহজাহান শেখের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। তা সত্ত্বেও পুলিশ এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করার সাহস দেখায়নি। পাশাপাশি সরকারি দপ্তরে হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগ রয়েছে। এই মামলাতেও পুলিশের তরফে তাঁকে ফেরার ঘোষণা করা হয়েছে। ইডির বক্তব্য, এই অবস্থায় তাঁকে যদি আগাম জামিন দেওয়া হয়, তাহলে তিনি লন্ডন পালিয়ে যেতে পারেন। তাহলে মামলাই ভেস্তে যাবে।

শাহজাহানকে নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে কলকাতা হাইকোর্টও। হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দেশখালিকাণ্ডে ইডি, সিবিআইকে যুক্ত করে মন্তব্য করেন, “ওই ব্যক্তির (পড়ুন শাহজাহান শেখ) বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। ইডির অফিসারদের উপর হামলার অভিযোগও রয়েছে। অথচ রাজ্য পুলিশ এখনও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। এটা আশ্চর্যের বিষয়, যে ব্যক্তি গোটা ঘটনার মূলে সে এখনও পালিয়ে বেড়াচ্ছে”। ইডিরও একই প্রশ্ন। আদালতে তাঁদের সওয়াল, দোষী না হলে পালিয়ে বেরোচ্ছেন কেন শাহজাহান?

উল্লেখ্য, রেশ্ন দুর্নীতি মামলায় গত ৫ জানুয়ারি শাহজাহানের সন্দেশখালির বাড়িতে হানা দেয় ইডি। সেই সময় শাহজাহানের অনুগামীদের দ্বারা আক্রান্ত হন জনাকয়েক ইডি আধিকারিক। পিছু হঠতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ঘটনায় আধিকারিকদের দায়ের করা মামলায় আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন শাহজাহান।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Chhattisgarh | নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের, নিহত ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের। ঘটনায় মৃত্যু হল ৩ তরুণের। শনিবার…

17 mins ago

উদাসীনতায় ধুঁকছে কোচবিহারের জাদুঘর

গৌরহরি দাস, কোচবিহার: ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে ছিল শনিবার। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ির…

19 mins ago

Smuggling | নেপালে পাচারের পরিকল্পনা! নজর এড়ায়নি পুলিশের, উদ্ধার বিপুল সংখ্যক কাফ সিরাপ, নেশার ট্যাবলেট

কিশনগঞ্জঃ নেপালে পাচারের আগেই ইন্দো-নেপাল সীমান্তে উদ্ধার প্রচুর পরিমাণে কাফ সিরাপ ও নেশার সামগ্রী। রবিবার…

21 mins ago

Miyazaki Mango | ‘মিয়াজাকি’ আম ফলিয়ে তাক লাগালেন ফালাকাটার শিক্ষক

ভাস্কর শর্মা, ফালাকাটা: ‘মিয়াজাকি’ (Miyazaki Mango)। জাপানের এই আম (Japanese Mango) এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে…

32 mins ago

IPL | বিরাটের মুকুটে নতুন পালক, আইপিএলে নতুন নজির বেঙ্গালুরুর রান মেশিনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলের(IPL)শেষ চারে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। চেন্নাইয়ের বিরুদ্ধে রয়্যাল…

39 mins ago

RCB | প্লে-অফ নিশ্চিত হতেই উচ্ছ্বাসে মাতলেন আরসিবি সমর্থকরা, রাতভর চলল হুল্লোড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।…

58 mins ago

This website uses cookies.