উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনি কিং খান। শুধু ভারতের প্রথম সারির অভিনেতাই নন, অনেক গুন রয়েছে তাঁর। তিনি একজন ভালো বাবা, ভালো স্বামী, ভালো ভাই, ভালো বন্ধু, ভালো ব্যবসায়ী, ভালো প্রোযোজক, অনেক কিছুই। কিন্তু শাহরুখের একটি খারাপ অভ্যেস নিয়ে বেজায় চিন্তিত ছিলেন তাঁর ভক্তকূল। এবার সেই অভ্যেসও ত্যাগ করলেন তিনি। নিজের ৫৯ তম জন্মদিনে সেকথা ফলাও করে জানিয়েছেন শাহরুখ। সেটা হল ধূমপান ত্যাগ।
শোনা যায় প্রবল ধূমপায়ী শাহরুখ। দিনে নাকি ১০০টা সিগারেটও খেয়ে ফেলার রেকর্ড রয়েছে তাঁর। শুধু ব্ল্যাক কফি আর সিগারেট এই খেয়েই নাকি কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা। এই ধূমপানের স্বভাবে সবসময়েই চিন্তায় থাকেন তাঁর ফ্যানেরা। শনিবার ছিল সুপারস্টারের ৫৯ তম জন্মদিন। এদিন ফ্যানেদের সঙ্গে দেখা করেন কিংখান। তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ নানা বিষয়ে আড্ডাও দেন তিনি। সেখানেই শাহরুখ জানান যে তিনি ধূমপান করা ছেড়ে দিয়েছেন। আর শাহরুখ এই কথা ঘোষণা করতেই উল্লাসে ফেটে পড়ে তাঁর ভক্তকূল। এক প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, ‘আমি জানিয়ে রাখি যে আমি ধূমপান ছেড়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে’।
শুক্রবার মধ্যরাত থেকেই জন্মদিন উপলক্ষ্যে বম্বেতে শাহরুখের বাড়ি মান্নাতের বাইরে ভিড় করতে থাকেন শাহরুখ অনুরাগীরা। তবে দেখা দেননি শাহরুখ। মধ্যরাতে পরিবারের সঙ্গেই কেক কাটেন তিনি। শনিবার বিকেলে ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সাদামাটা পোশাকেই পৌঁছে যান, বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে। শাহরুখ খানের এক ফ্যান ক্লাবের পক্ষ থেকেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই শাহরুখ জানান ধূমপান ছাড়ার কথা।