Saturday, October 5, 2024
HomeখেলাধুলাShakib Al Hasan | ‘রাজনৈতিক অবস্থান পরিষ্কার করুক ও’, সাকিবের নিরাপত্তা প্রশ্নে...

Shakib Al Hasan | ‘রাজনৈতিক অবস্থান পরিষ্কার করুক ও’, সাকিবের নিরাপত্তা প্রশ্নে দাবি ক্রীড়া উপদেষ্টার

ঢাকা: ৭৮ রানে চার উইকেট। ভারতীয় দলের ঝোড়ো ব্যাটিংয়ের মাঝেও অভিজ্ঞতার পুঁজি নিয়ে পালটা প্রতিরোধ। শুভমান গিল, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বীনের সঙ্গে বিরাট কোহলির উইকেট। কিং কোহলিকে ফিরিয়ে সাকিবের উচ্ছ্বাসেই বুঝিয়ে দিচ্ছি, তিনি কতটা তৃপ্ত।

কিন্তু প্রশ্ন অন্যত্র। বাংলাদেশের জার্সিতে আর কি টেস্ট খেলতে দেখা যাবে সাকিব আল হাসানকে? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরবর্তী সিরিজে মিরপুরে বিদায়ি টেস্ট খেলতে চান। কিন্তু সেই ইচ্ছেয় বাধ সাধছে দেশের রাজনৈতিক অস্থিরতা, খুনের অভিযোগ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে হাত তুলে নিয়েছে। জানিয়েছে, সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব নয়। এরমধ্যেই নয়া টুইস্ট সাকিবকে নিয়ে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, সাকিব আগে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে জানান। তারপর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হবে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগের সাংসদ ছিলেন সাকিব। ছাত্র আন্দোলনের সময় বারবার আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন সাকিব। যেদিকে ইঙ্গিত করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘উনি আগে রাজনৈতিক অবস্থান পরিষ্কার করুক। মাশরাফি বিন মোর্তাজা (আরেক আওয়ামি লিগ সাংসদ) ইতিমধ্যে এনিয়ে কথা বলেছেন। আসলে জনগণের থেকে ঝুঁকি থাকলে কাউকেই নিরাপত্তা দেওয়া অসম্ভব। শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি। দেশ ছেড়ে পালাতে হয়েছে। কারণ, ৫-১০ জন নিরাপত্তারক্ষী দিয়ে কোটি কোটি মানুষের ক্ষোভের হাত থেকে বাঁচানো যায় না।’

ক্রীড়া উপদেষ্টার যুক্তি, ক্রিকেটারের পাশাপাশি সাকিবের রাজনৈতিক পরিচয়ও রয়েছে। আওয়ামি লিগের সাংসদ, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বাদ সাধছে যে রাজনৈতিক পরিচয়। খুনের অভিযোগ থেকে অবশ্য সাকিবকে দ্রুত ছাড় দেওয়ার ভাবনাচিন্তা রয়েছে সরকারের তরফে। ক্রীড়া উপদেষ্টার কথায়, দাবির সত্যতা খতিয়ে দেখা হবে। সাকিব কোনওভাবে যুক্ত নন, দ্রুত ছাড় দেওয়া হবে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Darjeeling | পুজো-পর্যটন নিয়ে আশায় বুক বাঁধছে পাহাড়

0
ভাস্কর বাগচী, শিলিগুড়ি: পুজো-পর্যটনের স্বার্থে ধসে বিপর্যস্ত পাহাড়কে দ্রুত স্বাভাবিক করতে তৎপর গোর্খ্যাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) (GTA)। শুক্রবার আবহাওয়া অনেকটাই অনুকূল থাকায় সকাল থেকে...
tea-garden

Tea Industry | চা শিল্পের উন্নয়নে বরাদ্দ প্রায় ৬৬৪ কোটি

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: চা শিল্পের (Tea Industry) উন্নয়নে কেন্দ্রীয় শিল্পবাণিজ্যমন্ত্রক প্রায় ৬৬৪ কোটি টাকা মঞ্জুর করেছে। এবারে ওই বরাদ্দ কীভাবে খরচ করা হবে, তা...

Arjun Singh | অর্জুন সিং-এর বাড়ির সামনে বোমাবাজি, পুলিশের জালে ৪ অভিযুক্ত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপি নেতা অর্জুন সিং-এর (Arjun Singh) বাড়ির সামনে শুক্রবার সকালে বোমাবাজির ঘটনা ঘটেছিল। ভাটপাড়ার তৃণমূল (TMC) নেতা নমিত সিং এবং...

Siliguri | পুজোয় চক্রবর্তী বাড়িতে আসেন ফেলুদা-বব বিশ্বাস

0
তমালিকা দে, শিলিগুড়ি: ফেলুদা থেকে বব বিশ্বাস, বা মিস্টার অ্যান্ড মিসেস আইয়ারের সেই দুর্ধর্ষ ডাকাত সর্দার। সব্যসাচী চক্রবর্তী থেকে শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন সেনরা পারলে...

Northeast Frontier Railway | পুজোয় হারিয়ে যাওয়া ঠেকাতে উদ্যোগ, ছোটদের পরিচয়পত্র দেবে রেল

0
প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: ট্রেন থেকে নেমে ঠাকুর দেখতে গিয়ে ছোটরা যাতে হারিয়ে না যায় সেজন্য উত্তর–পূর্ব সীমান্ত রেল (Northeast Frontier Railway) উদ্যোগী হয়েছে। এজন্য...

Most Popular