উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘পেটে অসহ্য যন্ত্রণা’। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কলম্বিয়ান গায়িকা-গীতিকার শাকিরা (Shakira)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন তিনি। আপাতত বাতিল করা হয়েছে তাঁর পেরুর (Peru) অনুষ্ঠান।
এক্স হ্যান্ডেলে গ্র্যামিজয়ী তারকা লিখেছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি গতকাল রাতে পেটে ব্যথার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে অনুষ্ঠান করার মতো শারীরিক পরিস্থিতিতে আমি নেই। তাই বাধ্য হয়ে অনুষ্ঠান বাতিল করছি। সুস্থ হয়ে ওঠার পর অবশ্যই অনুষ্ঠান করব।’ সকল অনুরাগীকে পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ জানান শাকিরা।
— Shakira (@shakira) February 16, 2025
শারীরিক পরিস্থিতির উন্নতি হলে শাকিরা সোমবারই সম্ভবত হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বলে খবর। এরপর রাতে পেরুতে অনুষ্ঠান করতে পারবেন তিনি। এরপর আরও কনসার্টের জন্য কলম্বিয়ায় (Columbia) চলে যাবেন তারকা।